বিশেষ করে নাসিম শাহ এবং হারিস রউফ নতুন বলে যেভাবে মুভমেন্ট করাচ্ছিলেন, তাতে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রোহিত, বিরাট, রাহুলরা। সৌরভ মনে করেন এই জায়গা থেকে বিরাট এবং রোহিতের প্রায় পঞ্চাশ রানের পার্টনারশিপ ভারতকে একটা প্লাটফর্মে নিয়ে যায়। তারপর রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, বাকি কাজটা করেন।
advertisement
বিরাটের কাছে এই এশিয়া কাপ যে বড় পরীক্ষা আগেই জানিয়ে দিয়েছিলেন সৌরভ। কারণ শুধু দলের জন্য নয়, নিজের জন্য রান করতে হত বিরাটকে। ফর্মে না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলেছেন কোহলি। তিনটে দর্শনীয় বাউন্ডারি এবং একটি ছক্কা মেরেছেন।
সৌরভ মনে করছেন এটা সেটা হলেও বিরাটকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। শুধু সৌরভ নন, বিরাটের ওই ইনিংসের প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন তারকা সুনীল গাভাসকার, সঞ্জয় মঞ্জরকারদের মুখে। অনেকদিন ধরেই সৌরভের সঙ্গে নাকি বিরাটের সম্পর্ক ভাল নয়, এমন মন গড়া রটনা হয়েছিল মিডিয়াতে।
পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের লড়াকু ইনিংসের পর সৌরভের প্রশংসা বুঝিয়ে দিচ্ছে তার সঙ্গে বিরাটের সেরকম মতপার্থক্য নেই। যা বলার তা দলের স্বার্থেই বলা। কারণ এর আগে সৌরভ অনেকবারই বলেছেন বিরাট গ্রেট ব্যাটসম্যান। তিনি আশাবাদী তাড়াতাড়ি ছন্দে ফিরবেন।