ধরমশালার ম্যাচ বাতিলের পরই জরুরি ভিত্তিতে বৈঠকে বসে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বর্তমানে ভারত-পাকিস্তান সংঘাত যে জায়গায় পৌছেছে সেখানে দেশি-বিদেশী ক্রিকেটারদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশি খেলোয়াড়দের উদ্বেগ এবং দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কারণে বিসিসিআই আইপিএল ২০২৫ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।
advertisement
প্রসঙ্গত, আইপিএল স্থগিত হলেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিসিসিআইয়ের সামনে। ধরমশালার ম্যাচ বাতিলের পর প্লেয়ারদের হোটেলে ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশের ২৮টি বিমানবন্দর। ফলে ক্রিকেটার নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা, সুরক্ষা কীভাবে দেওয়া হবে তা নিয়েও আলোচনায় বোর্ড।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আইপিএলকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কখনও নির্বাচন বা কখনও করোনা অতিমারী। সাময়ীরভাবে স্থগিত হলেও পরে শেষ করা হয়েছে প্রতিযোগিতা। এবার আইপিএল ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ হতে চলেছে। ফের কবে প্রতিযোগিতার আয়োজন করে বিসিসিআই এবার সেটাই দেখার।