চোটের কবলে ছিলেন ৪ ভারতীয় ক্রিকেটার। তারমধ্যে ২ জন জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণা চোট সারিয়ে আয়ারল্যান্ডে সিরিজে দলে ফিরেছেন। এশিয়া কাপের দলেও রয়েছেন তারা। কেএল রাহুল ও শ্রেয়স আইয়রকে নিয়েই ছিল যাবতীয় প্রশ্ন। তবে এশিয়া কাপের আগে কোনও প্রতিযোগিতায় না খেলেই সরাসরি বড় প্রতিযোগিতায় দলে ফিরেছেন ২ জন। কেএল রাহুলের প্রসঙ্গে অজিত আগরকর বলেন,”শ্রেয়স আইয়র সম্পূর্ণ ফিট। কেএল রাহুলের সামান্য নিগল রয়েছে। এশিয়া কাপের শুরুতে না হলেও, সম্ভবত দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ থেকে রাহুল পুরো ফিট হয়ে দলে ফিরবে। ও ট্র্যাকে ভাল করছে। ও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই ওকে দলে রেখেছি আমরা। সেই কারণেই সঞ্জু স্যামসনকে রিজার্ভ হিসেবে পাঠানো হচ্ছে।”
advertisement
প্রসঙ্গত, ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের ফর্ম্যাটে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে এবার এশিয়া সেরা হওয়ার লড়াই। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ফলে অজিত আগরকরের বক্তব্য অনুযায়ী পাকিস্তান ম্যাচে কেএল রাহুলকে পাওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুনঃ Asia Cup 2023 Team India Squad: এশিয়া কাপে ভারতীয় দল ঘোষণা, ফিরলেন রাহুল-শ্রেয়স, স্কোয়াডে রয়েছে চমক
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল, সূর্যকুমার যাদব , তিলক বর্মা, ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ডবাই ক্রিকেটার- সঞ্জু স্যামসন।