ভারতীয় ক্রিকেট প্রশাসনের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে রজার বিনি বসতে চলেছেন। আইসিসি নির্বাচনে সৌরভকে প্রার্থী করা হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বলেই বিসিসিআই সূত্রের খবর। আইসিসিতে প্রার্থী হওয়ার দৌড়ে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। ফলে সৌরভের আইসিসি-তে যাওয়ার লড়াইটা খুব একটা সহজ হবে না। তবে বিগত কয়েক দিনে বোর্ডের অন্দরে সৌরভের পরিস্থিতি আগের থেকে একটু ভালো জায়গায় এসেছে।
advertisement
আরও পড়ুনঃ যখন ব্রিসবেনে খেলছেন বিরাট, ইডেনে 'ভারত-পাকিস্তান' ম্যাচ খেললেন অনুষ্কা
প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর আইসিসির নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। আর সিএবি’র মনোনয়ন দেওয়ার শেষদিন ২২ অক্টোবর। এর আগেও একাধিকবার সৌরভ গঙ্গোপাধ্যায় খুব কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করেছেন। এবারও কী তেমন কিছু দেখা যাবে। বিসিসআইয়ের সভায় শেষ মুহূর্তে কোন নাটকীয় পট পরিবর্তন হয় কিনা সেদিকেই নজর সকলের।