বোর্ড কর্তার বিরুদ্ধে ক্রিকেটারের যৌন হেনস্থার অভিযোগ। বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হেনস্থা-সহ একাধিক গুরুতর অভিযোগ করেছেন ক্রিকেটার জাহানারা আলম। বাংলাদেশের ক্রিকেটে তা নিয়ে হাওয়া গরম। আর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। এমনকী এই ঘটনায় প্রধানমন্ত্রীর নাম জড়ালেও রেয়াত করা হবে না।
advertisement
সাংবাদিক বৈঠক করে আমিনুল বলেন, “আপনারা আমাকে প্রশ্নটা করেছেন। আমার জবাব, দোষী প্রমাণিত হলে কাউতে রেয়াত করা হবে না। দেশের প্রধানমন্ত্রী হলেও রেয়াত করা হবে না। আমরা সাধারণ ক্রিকেট কর্তা। যদি আমি গিয়ে কাউকে হেনস্থা করি, আর যদি সেটা প্রমাণিত হয়, তা হলে আমিও শাস্তি পাব। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
উল্লেখ্য, জাহানারার অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আধিকারিক রুবাবা দোয়ালা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সিরাজ শুক্ল রয়েছেন। ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ওই কমিটিকে।
আরও পড়ুন- ২০১২ থেকে সিএসকে-র সঙ্গী জাদেজা, তাঁকেই বিদায় করে দিচ্ছে,সঞ্জু নতুন অঙ্কে ফিট হচ্ছেন দলে
জাহানারা অভিযোগ করে বলেছিলেন, ‘‘আমি বারবার আপত্তিকর প্রস্তাব পেয়েছি। দলে থাকলে অনেক কিছু প্রকাশ্যে বলা যায় না। বিশেষ করে ব্যাপারটা যদি রুটি-রুজির সঙ্গে জড়িত হয়, আর প্রভাব-পরিচিতি না থাকলে প্রতিবাদ করা যায় না। তবে আমার মনে হয়েছে, এই নিয়ে আমার অবশ্যই কথা বলা উচিত। আরও ১০টা মেয়ের নিরাপত্তার জন্য বলব। মঞ্জুরুল ভাই আমাকে বারবার কুপ্রস্তাব দেয়। বিসিবির তৎকালীন ক্রিকেট বিষয়ক প্রধান নাদেল চৌধুরী স্যরকে বেশ কয়েক বার জানিয়েছিলাম ব্যাপারটা। তবে লাভ হয়নি।’’ যদিও মঞ্জুরুলের দাবি, জাহানারার সব অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন।
