২০২৬ সালের মার্চের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। তত দিন পর্যন্ত বার্সেলোনা খেলবে মনটুইকে। সমাজমাধ্যমে ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে। বার্সেলোনার মাঠটিকে এখন চেনাই দায়। ক্লাবের তরফে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে।
১০০০ দিনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে। তার পর সমর্থক, সদস্য সকলে মিলে আনন্দ করে খেলা দেখা যাবে। নতুন স্টেডিয়ামে সব সুবিধা পাওয়া যাবে তখন। নতুন করে সাজানো হবে। ক্যাম্প ন্যু তৈরি হয়েছিল ১৯৫৭ সালে। প্রায় এক লক্ষ দর্শক ধরত এই মাঠে। ২০২৬ সালে আরও বড় স্টেডিয়াম তৈরি হবে। তাতে দর্শক সংখ্যা আরও বাড়তে পারে।
মেসির কানেও খবরটা পৌঁছেছে। তারও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। তবে লিও এখন আর বার্সেলোনার কেউ নন। তিনি খেলবেন আমেরিকার ইন্টার মায়ামিতে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছুটি কাটিয়ে মেসি আসবেন আমেরিকায়।