TRENDING:

'৮০ টেস্ট খেলেও নিয়ম জানে না', মুশফিকুর রহিমকে ধুয়ে দিলেন তামিম ইকবাল

Last Updated:

Tamim Iqbal Criticized MushFiqur Rahim: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' বাংলাদেশের মুশফিকপর রহিম। বিশ্বের ১১ তম ব্যাটার হিসেবে এই বিরল আউট হয়েছেন। এমন আউট হওয়ায় মুশফিকুরের সমালোচনা করেছেন তামিম ইকবাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মীরপুর: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন মুশফিকুর রহিম। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এই কাণ্ড ঘটান অভিজ্ঞ মুশফিকুর। শট খেলার পর বল ডেড হওয়ার আগেই তা হাত দিয়ে সরিয়ে দেন। নিউজিল্যান্ডের আপিবে তৃতীয় আম্পায়ারের সঙ্গে কথা বলে আউটের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় মুশফিকুরের সমালোচনা করেছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল।
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম
advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলছেন না তামিম ইকবাল। কিন্তু ধারাভাষ্য দেওয়ার কাঝ করছেন। মুশফিকুর যখন এই বিরল আউট হন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন তামিম ইকবাল। এমন আউট দেখে তামিম বলেন,”একজন ক্রিকেটার যিনি ৮০টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন তাঁর এই নিয়ম জানা উচিৎ। একমাত্র নেটে ব্যাট করার সময় হাত দিয়ে বল ধরার অভ্যাস থাকলেই খেলার সময় এটা হয়ে যেতে পারে। তবে এটা সঠিক অভ্যেস নয়।”

advertisement

আরও পড়ুনঃ KKR Strategy In IPL 2024 Auction: আইপিএল নিলামে কেকেআরের স্ট্র্যাটেজি তৈরি! কী ভাবছেন গম্ভীর? নাইটদের হাঁড়ির খবর! জেনে নিন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

প্রসঙ্গত, মীরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু মাত্র ১৭২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বিরল আউট হওয়ার পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানও করেন মুশফিকুর রহিম। প্রথম দিনের শেষে চাপে নিউজিল্যান্ডও। কিউইদের স্কোর ৫৫ রানে ৫ উইকেট।

বাংলা খবর/ খবর/খেলা/
'৮০ টেস্ট খেলেও নিয়ম জানে না', মুশফিকুর রহিমকে ধুয়ে দিলেন তামিম ইকবাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল