সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শোনা যাচ্ছিল শারীরিক এবং মানসিক দিক থেকে অত্যন্ত ক্লান্ত তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছিলেন যদি আইপিএলে খেলতেন সাকিব, সেক্ষেত্রেও কি তিনি একই কথা বলতেন? চাপা বিতর্ক চলছিল। শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।
advertisement
হঠাৎ করেই এই ইস্যুতে এল নতুন মোড়। এবার খোদ সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল বলে জানালেন সাকিব। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।
দুবাই থেকে দেশে ফেরার পর পাপনের সঙ্গে একান্ত সাক্ষাতেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যা আনুষ্ঠানিকভাবে জানান আজ। সাকিব বলেন, পাপন ভাইর সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার।
তবে সাকিব দক্ষিণ আফ্রিকা গেলেও অধিনায়ক থাকছেন তামিম ইকবাল। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ব্যাপারে লক্ষ্যস্থির করে যাচ্ছে বাংলাদেশ। সাকিবের যোগদান অবশ্যই তাদের শক্তি বাড়াবে।