দক্ষিণ আফ্রিকা ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল, ১৯৭০ সাল থেকে শুরু হয়েছিল এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা এসেছিল দেশের কঠোর Apartheid ব্যবস্থার জন্য। ১৯৪৮ সালে চালু হওয়া এই আইন অনুযায়ী, সব অশ্বেতাঙ্গ South African-দের সমান অধিকার থেকে বঞ্চিত করা হতো, যদিও সাদা চামড়ার মানুষ (সাধারণত সবচেয়ে ধনী) দেশের মোট জনসংখ্যার মাত্র ১৬-১৭% ছিল। ক্রিকেটে, এর মানে ছিল জাতীয় দলে শুধু শ্বেতাঙ্গ ক্রিকেটাররা থাকতেন, অন্য জাতিগোষ্ঠীর খেলোয়াড়রা জাতীয় দলে বা ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে পারত না।
advertisement
আরও পড়ুন: ভারতে খেলতে না আসায় নিজের জালেই ফাঁসল ঢাকা! বিশ্বকাপ বয়কটের জেরে প্রথম সাজা আইসিসির
দুই দশকেরও বেশি সময় South Africa আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল। কিছু ‘rebel’ ট্যুর হলেও, সেগুলো ভালোভাবে দেখা হতো না, আর আয়োজকরা ভালো টাকা দিয়ে খেলোয়াড়দের নিয়ে আসত। এতে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।
১৯৯০-এর দশকের শুরুতে Apartheid উঠে যাওয়ার পর আর রাজনৈতিক সংস্কার আসার পরে, ১৯৯১ সালে South Africa-কে আবার ICC-তে ফিরিয়ে নেওয়া হয়।
