সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের রাস্তা এখন বেশ কঠিন। প্রথমত, নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে সাকিবদের পয়েন্ট হবে ৬। ৬ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে এখন শীর্ষে ভারত।
আরও পড়ুন- অর্শদীপ নিয়ে দিলখোলা প্রশংসা আক্রম, ওয়াকারদের! মাটিতেই পা ভারতীয় পেসারের
৫ পয়েন্ট নিয়ে দুনম্বরে দক্ষিণ আফ্রিকা। ভারতের আর একটি ম্যাচ বাকি। জিম্বাবোয়ের বিরদ্ধে রোববার সেই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি ২টি। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা।
advertisement
বুধবার ভারতের বিরুদ্ধে হেরে সেমিফাইনালে যাওয়ার পথে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ফলে সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেও শাকিবদের সেমিফাইনালে খেলা নিশ্চিত নয়। এর পরও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ম্যাচের দিকে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা এখনও সেমিফাইনালের টিকিট পাকা করতে পারেনি। বাংলাদেশকে সেমির স্বপ্ন বেঁচে থাকবে যদি দক্ষিণ আফ্রিকার পরের দুই ম্যাচেই হারে। কাগজে-কলমে সম্ভব হলেও বাস্তবে সেটা প্রায় অসম্ভব বলবেন অনেকে।
দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ জিতে গেলেও বাংলাদেশের সেমিতে ওঠার কিছুটা সুযোগ থাকবে অবশ্য। সেক্ষেত্রে ভারতকে শেষ ম্যাচে হারতে হবে জিম্বাবোয়ের কাছে। তাও আবার বড় ব্যবধানে। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকেও বড় ব্যবধানে জিততে হবে।
আরও পড়ুন- সেমি ফাইনালের টিকিট কী পাকা হয়ে গেল ভারতের, না এখনও পথে রয়েছে কাঁটা
দ্বিতীয় গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা আছে দুইয়ে। তাদের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। ৩ পয়েন্ট চারে জিম্বাবোয়ে। ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে পাঁচে। বাবর আজমদের অবশ্য আরও দুই ম্যাচ বাকি।
শীর্ষে থাকা ভারত যদি শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে যায়, দুই-তিন ওভার বাকি থাকতে কিংবা ১৫-২০ রানে। এঅন্যদিকে বাংলাদেশ যদি তার চেয়েও বেশি ব্যবধানে হারায় পাকিস্তানকে, তা হলে আর কোনো হিসেব ছাড়াই শেষ চারে চলে যাবে বাংলাদেশ। ছিটকে যাবে ভারত।
দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের শেষ দুই ম্যাচেই হারে, তা হলে পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে।