প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান মুকুল এবং গাজী আশরাফুল আফসার সোহেল। দুজনেই বাংলাদেশের। রোববারে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচেও ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে মুকুলকে। এমন একখানা চ্যালেঞ্জিং কাজ পেয়ে এখন থেকেই উচ্ছ্বসিত বাংলাদেশের এই আম্পায়ার।
আরও পড়ুন- ৩০ হাজার টাকায় সংসার চলে না! বিনোদ কাম্বলি এবার বড়সড় প্রশ্নের মুখে
advertisement
সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপের আসর বসেছে। খেলবে ছটি দেশ। বাংলাদেশ খেলবে। ইতিমধ্যে বাংলাদেশের সমর্থকরা প্রিয় দলকে সমর্থন জোগাতে শুরু করেছেন। এরই মধ্যে জানা গেল, এশিয়া কাপে বাংলাদেশের দুজন আম্পায়ার থাকবেন।
অন ফিল্ড আম্পায়ার হিসেবে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচে মাঠে থাকবেন মুকুল। বাংলাদেশের আম্পায়ার মুকুল বলছিলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের ফ্লেভার সবসময় অন্যরকম। সত্যি কথা বলতে আমি এটাকে চাপ হিসাবে নিতে চাই না। এটা চ্যালেঞ্জ। দিনশেষে কিন্তু আমাদের নামের পাশে লেখা থাকে বাংলাদেশের নাম। তাই আমাদের পারফরম্যান্স-এর সঙ্গে দেশের ব্যাপারটা জুড়ে থাকে।’
তিনি আরও বলেন, ‘ভারত-পাক ম্যাচের উন্মাদনা আলাদা। আমার লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেওয়া। বাংলাদেশের আম্পায়ারাও এমন ম্যাচে পারফর্ম করতে পারে, এটা আমি প্রমাণ করতে চাই। তাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা পথ তৈরি করতে চাই। আমি ভাল পারফর্ম করলে বাংলাদেশের আম্পায়াররা আন্তর্জাতিক মঞ্চে বড় ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পাবে।’
আরও পড়ুন- বিরাট কাণ্ড! পাকিস্তান ম্যাচের কয়েক ঘণ্টা আগে ভারতের প্রথম একাদশ ‘ফাঁস’
রোববার সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ভারত-পাক ম্যাচ। দেখে নিন দুই দেশের স্কোয়াড।
ভারত - রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, য়ুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আভেশ খান, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার
পাকিস্তান - বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশাদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হাসনাইন, হাসান আলি, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।
