সিলেটে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় তারা। টস জেতার সুবিধা নিতে ব্যর্থ হয় বাংলা টাইগার্সরা। মমিনুল হক ৫৬ ও নাজমুল হোসেন শান্তো ৪০ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখুীন হতে হত বাংলাদেশকে।
১৯১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৩ করে জিম্বাবোয়ে। ৮২ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ক্রেইগ এরভিনের দল। সিন উইলিয়ামস ৫৯, ব্রেইন বেনেট ৫৭, নাশা মায়াভো ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে বাংলাদশের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে নজরকাড়া বোলিং করেন মেহেদি হাসান মিরাজ।
advertisement
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৫৫ রান করে। শান্তো ৬০,জাকের আলি ৫৮ ও মমিনুল ৪৭ রানের ইনিংস খেললেও তা দলের পক্ষে বড় টার্গেট সেট করার পক্ষে যথেষ্ট ছিল না। জিম্বাবোয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্লেসিং মুজারবানি একাই ৬টি উইকেট নেন। প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জিম্বাবোয়ের টার্গেট দাঁড়ায় ১৭৪ রান।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ লড়াই করলেও জয় আসেনি। ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় জিম্বাবোয়ে। দলের জয়ে ব্রেইন বেনেট ৫৪ ও বেন কুরাম ৪৪ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই জয়ের ফলে ২ ম্যাচের সিরিজে লিড নিল জিম্বাবোয়ে। পরের ম্যাচ বাংলাদেশের কাছে সিরিজ বাঁচানোর লড়াই।