এই সিরিজে যে লিটন দাসকে অধিনায়ক করা হবে তার একটা আভাস পাওয়াই গিয়েছিল। কারণ তিনি দলের সহ অধিনায়ক ছিলেন। এছাড়া এর আগে অতীতেও দলের প্রয়োজনের মুহূর্তে একাধিকবার বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন লিটন। অভিজ্ঞতারও অভাব নেই। সেই কারণেই তাঁর কাধেই অস্থায়ীভাবে দায়িত্বভার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩ ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে দায়িত্ব পেয়েই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে লিটনের জন্য।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni Birthday: এমন রূপে ধোনিকে কখনও দেখেননি, রইল মাহির অদেখা ১০ ছবি
তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আসন্ন একদিনের বিশ্বকাপে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন। শাকিব আল হাসান টেস্ট ও টি-২০ ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিলেও একদিনের ক্রিকেটে তিনি নেতৃত্ব দেননি দীর্ঘ সময়। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মত প্রতিযোগিতায় দলের সবথেকে অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারের উপরই ফের আস্থা রাখতে পারে বিসিবি কর্তারা। যদিও এখনও এই বিষয়ে কোও সিদ্ধান্ত হয়নি বলে দাবি করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।