TRENDING:

Bangladesh Cricket Team: তামিম ইকবালের জায়গায় কে হল বাংলাদেশের পরবর্তী অধিনায়ক, জানিয়ে দিল বিসিবি

Last Updated:

Bangladesh Cricket Team: একদিনের বিশ্বকাপের বাকি ৩ মাস। তার আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। আফগানিস্তানের সঙ্গে একদিনের ক্রিকেটের মাঝেই অবসর ঘোষণা করেন বাংলা টাইগার্সদের অধিনায়ক তামিম ইকবাল। এবার তার জায়গায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বিশ্বকাপের আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসর চিন্তা বাড়িয়েছিল নির্বাচকদের। তারমধ্যে আফগানিস্তানের সঙ্গে চলতি একদিনের সিরিজের মাঝেই অবসর ঘোষণা করেন তামিম। ফলে চট জলদি কোনও সিদ্ধান্ত নিতেই হত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাই এখনই কোনও পাকাপাকি সিদ্ধান্তের পথে হাঁটল না বিসিবি কর্তারা। আফগানিস্তান সিরিজের বাকি ২ ম্যাচের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। আফগানদের বিরুদ্ধে বাকি সিরিজে বাংলা টাইগার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে।
advertisement

এই সিরিজে যে লিটন দাসকে অধিনায়ক করা হবে তার একটা আভাস পাওয়াই গিয়েছিল। কারণ তিনি দলের সহ অধিনায়ক ছিলেন। এছাড়া এর আগে অতীতেও দলের প্রয়োজনের মুহূর্তে একাধিকবার বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন লিটন। অভিজ্ঞতারও অভাব নেই। সেই কারণেই তাঁর কাধেই অস্থায়ীভাবে দায়িত্বভার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩ ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে দায়িত্ব পেয়েই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে লিটনের জন্য।

advertisement

আরও পড়ুনঃ MS Dhoni Birthday: এমন রূপে ধোনিকে কখনও দেখেননি, রইল মাহির অদেখা ১০ ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আসন্ন একদিনের বিশ্বকাপে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন। শাকিব আল হাসান টেস্ট ও টি-২০ ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিলেও একদিনের ক্রিকেটে তিনি নেতৃত্ব দেননি দীর্ঘ সময়। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মত প্রতিযোগিতায় দলের সবথেকে অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারের উপরই ফের আস্থা রাখতে পারে বিসিবি কর্তারা। যদিও এখনও এই বিষয়ে কোও সিদ্ধান্ত হয়নি বলে দাবি করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh Cricket Team: তামিম ইকবালের জায়গায় কে হল বাংলাদেশের পরবর্তী অধিনায়ক, জানিয়ে দিল বিসিবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল