আসন্ন বিশ্বকাপে ভারতের মোট ছয়টি ভেন্যুতে গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে দুটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে মুম্বই, চেন্নাই ও দিল্লিতে। বিশ্বকাপের সব দলের সঙ্গেই ম্যাচ আছে। বেশ কঠিন পরীক্ষা দিয়েই পরের পর্বে পা রাখতে হবে টাইগারদের। ভীষণ চ্যালেঞ্জিং হবে এবারের আসর, মানছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
advertisement
আইসিসির সঙ্গে আলাপে তামিম বলেন, টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না। তামিম মনে সব বিশ্বকাপের মধ্যে ওয়ানডেই সেরা। তার ভাষায়, এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।
ভারতের মাটিতে খেলা, যেখানকার কন্ডিশন বাংলাদেশের মতোই। তামিম মনে করছেন, প্রতিবেশি দেশে তারা ভালো দর্শক সমর্থনও পাবেন। তামিম বলেন, ভারতে খেলা সবসময়ই উপভোগ্য। দুর্দান্ত দর্শক ও দারুণ সব স্টেডিয়াম। সেখানকার ক্রিকেটপ্রেমীদেরও খেলাটি নিয়ে জানাশোনা ভাল। আমরা যখনই সেখানে গিয়েছি, দারুণ সমর্থন পেয়েছি।
তামিম মনে করেন বিশেষ করে কলকাতায় প্রচুর সমর্থন পাবে বাংলাদেশ। পাশের দেশ এবং বাংলা ভাষাভাষী মানুষ এখানে থাকেন বলে তাদের প্রতি স্বাভাবিক একটা ভালোবাসা থাকার কথা। তবে তামিম জানেন বিশ্বকাপে বাংলাদেশকে ভাল কিছু করতে হলে নিজেদের ছাপিয়ে যেতে হবে। সাহসী হতে হবে। তবেই ভাল কিছু সম্ভব টাইগারদের।