ঢাকা ন্যাশানাল স্টেডিয়ামে ১-০ গোলে ভারতকে হারায় বাংলাদেশ৷ এদিন খেলার ১১ মিনিটের মাথাতেই ভারতের জালে বল জড়িয়ে দেয় বাংলাদেশ৷ গোল করেন মরসালিন৷
আরও পড়ুন – 7 Feet Kalar Kandi: কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
ভারত ডান দিক থেকে একটি লম্বা থ্রো-ইন পাঠায়, যা বাংলাদেশ রক্ষণভাগ ক্লিয়ার করে দেয়। বলটি তার নিজের অর্ধের মাঝামাঝি সময়ে মোরসালিনের কাছে আসে এবং সে এটিকে মাঠের মধ্যে নিয়ে যায়৷ যেখানে রাকিব আকাশ মিশ্রকে পিছনে ফেলে লম্বা দৌড়ে এগিয়ে যায়৷ গুরপ্রীতের পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেয় মরসালিন৷
advertisement
শেখ মরসালিনের এই দ্রুত গোল বাংলাদেশকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দেয়৷ এই লিড ভারত আর পুরো ম্যাচে কখনই কমাতে পারেনি৷ ফলে আরও এক হতাশার রাত কাটাল ভারত৷ ব্লু টাইগার্সরা অনেক চেষ্টা করেও তাদের রক্ষণ ভাঙতে পারেনি৷
ভারতীয় সমর্থকরা আরও বেশি হতাশ হবেন কারণ বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একই উদ্যম নিয়ে খেলতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারা এখনও তাদের লিড ধরে রাখতে সক্ষম হয়েছে। ভারত এই যোগ্যতা রাউন্ডে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং একটিতেও জয় পায়নি।
