TRENDING:

Ban vs NZ: কিউয়িদের দেশেই কিউয়ি বধ বাংলাদেশি বাঘদের, এবাদতের আগুনে বোলিংয়ে বাজিমাত

Last Updated:

২০২২ -র শুরুতেই ইতিহাস তৈরি করল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) ৷ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) প্রথম টেস্ট ম্যাচে কিউয়িদের বধ করে ৮ উইকেটে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশি বাঘরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অকল্যান্ড: ২০২২ -র শুরুতেই ইতিহাস তৈরি করল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) ৷ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) প্রথম টেস্ট ম্যাচে কিউয়িদের বধ করে ৮ উইকেটে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশি বাঘরা৷ এদিনের জয়ের ফলে প্রথমবার তারা নিউজিল্যান্ডকে হারাল তাই নয়, তার সঙ্গে তারা নিউজিল্যান্ডের মাটিতেই নিউজিল্যান্ডকে হারানোর কৃতিত্ব অর্জন করল৷ গত বছরে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ড এবারের বছর শুরু করল হার দিয়ে৷ কিউয়িরা গত ৫ বছরে ১৭ টেস্ট ম্যাচে হেরেছে৷ বাংলাদেশ শুধু টেস্ট নয় এই প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতেই প্রথমবার জিতল যেকোনও ফর্ম্যাটের ক্রিকেটে৷ বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের অন্যতম কারিগর দ্বিতীয় ইনিংসে আগুনে বোলিং করা এবাদত হুসেন (Ebadot Hossain)৷ দ্বিতীয় ইনিংসে তিনি একাই পাঁচ উইকেট নেন৷ প্রথম টেস্টের পঞ্চম দিনে নিউজিল্যান্ড মাত্র ১৬৯ রান করে অলআউট হয়ে যায়৷ বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ৪০ রান করতে হত৷ যা তারা ২ উইকেট হারিয়েই করে ফেলে৷
Ban vs NZ: Bangladesh makes history- Photo-AP
Ban vs NZ: Bangladesh makes history- Photo-AP
advertisement

বাংলাদেশ (Bangladesh) এদিন অধিনায়ক মোমিনুল হক (১৩ নটআউট) এবং মুশফিকুর রহিম (৫ নটআউট) ছিলেন৷ কিন্তু ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝটকা খায় বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) ওপেনার শাদমান ইসলাম (৩) রান করে সাউদির বলে আউট হয়ে যায়৷ আউট হয়ে ়ান নজমুল হুসেনও৷ রহিম বাংলাদেশের হয়ে উইনিং শট নেন৷

advertisement

আরও পড়ুন - Panchang 5 January: পঞ্জিকা ৫ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

এদিকে এর আগে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে৷ তার প্রথম খেলা মাউন্ট মাউনগনুই খেলা চলছে৷ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশি বোলার ইবাদত হুসেন (Ebadat Hossain)  চার উইকেট নিয়ে বাংলাদেশকে (Bangladesh) কার্যত ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে৷ বাংলাদেশ কি পারবে প্রথমবার টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ,তাদেরই মাটিতে হারাতে৷এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷

advertisement

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (NZ vs BAN) প্রথম ইনিংসে ৪৫৮ রান করেছিল৷ প্রথম ইনিংসে তাদের লিড ছিল ১৩০ রানের৷ এবার আবার এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷ প্রথম ইনিংসে ৩২৮ রান করা নিউজিল্যান্ডের (New Zealand) মাত্র ১৭ রানের লিড রয়েছে এই মুহূর্তে৷

এবাদত হুসেন (Ebadat Hossain)  প্রথম ইনিংসে শতরানকারী ডৈবোন কনওয়েকে ১৩ রানে আউট করে বাংলাদেশের আশা বাড়িয়ে দেন৷ এছাড়া তাঁর শিকারের তালিকায় রয়েছেন বিল ইয়ং (৬৯), হেনরি নিকোলস (০), টম ব্লেন্ডেল (০) করে আউট হয়ে যান৷ এখন নিউজিল্যান্ডকে বাঁচাতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার রস টেলর (Ross Taylor)৷ তিনি ৩৭ রান করে ক্রিজে রয়েছেন৷ তার সঙ্গে রয়েছেন রচিত রবিন্দ্র৷ তাঁর স্কোর ৬৷

advertisement

আরও পড়ুন - Viral Video: লক্ষ লক্ষ ভিউ পাওয়া Aloo Posto ভিডিও হাওয়া, খোলামেলা ব্লাউজে এখন রান্না হচ্ছে মাছভাজা, বেগুনি, পেঁয়াজি, ভাইরাল ভিডিও

বাংলাদেশ এর আগে তিন ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের (Ban vs NZ) বিরুদ্ধে ৩৪ টি ম্যাচ খেলেছে৷  কেবল একটি ম্যাচে জিতেছে তারা নিউজিল্যান্ডের মাটিতে৷ সেই ম্যাচে প্রতিপক্ষ ছি স্কটল্যান্ড৷ এই ম্যাচে অভিজ্ঞ শাকিব আল হাসান (Shakib Al Hasan) , তামিম ইকবাল (Tamim Iqbal) এবং মহমুদুল্লাহ (Mahamudullah) না থাকায় জয়ের কোনও সম্ভবনাই ছিল না৷  বাংলাদেশ সেই ম্যাচেই কি কামাল করতে চাইছে৷ বাংলাদেশের মোমিনুল হক (৮৮) (Mominul Haq), লিটন দাস (৮৬) (Liton Das), মহমদুল্লাহ হাসান জয় (৭৮)  (Mahmdullah)ও নাজমুল হুসেন শান্তো (Nazmul Husain) (৬৪) করেন৷

আরও পড়ুন - Ind vs SA: 2nd Day তে ভারতের বড় বাজি শামি-বুমরাহ, ম্যাচ বাঁচাতে জ্বলতেই হবে দুই পেসারকে

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বাংলাদেশ (Bangladesh) সকালে ৬ উইকেটে ৪০১ রান করে খেলতে শুরু করে, এরপর মেহদি হাসান (৪৭) এবং ইয়াসির আলি (২৬) রান করেন৷ ফলে আরও ৫৭ রান যোগ হয়৷ নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪ উইকেট, নীল ওয়েগনর ৩ ও টিম সাউদি  ২ টি উইকেট নেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ban vs NZ: কিউয়িদের দেশেই কিউয়ি বধ বাংলাদেশি বাঘদের, এবাদতের আগুনে বোলিংয়ে বাজিমাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল