TRENDING:

ফের সোনা ভারতের ঘরে, ব্যাডমিন্টনে লড়াই করে পদক জয় লক্ষ্য সেনের

Last Updated:

Lakshya Sen Gold: মালয়েশিয়ার ইয়ংকে হারিয়ে সোনা জয় ভারতের লক্ষ্য সেনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহাম: সোনা জিতলেন ভারতের লক্ষ্য সেন। মালয়েশিয়ার জে ইয়ংকে হারালেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এদিন মালয়েশিয়ার দুরন্ত খেলোয়াড়কে হারালেন লক্ষ্য।
advertisement

ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন দেশকে সোনা এনে দিলেন। এবার কমনওয়েলথ গেমসে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত। সেই পারফরম্যান্স আলাদা উচ্চতায় তুলে ধরলেন লক্ষ্য সেন। এদিন ১৯-২১, ২১-৯, ২১-১৬ ব্য়বধানে লক্ষ্য সেন হারালেন মালয়েশিয়ার ইয়ংকে।

আরও পড়ুন- Nikhat Zareen : ভারতের সোনার মেয়ে নিখাত জারিন! বক্সিংয়ে ফের সোনা জয় ভারতের

advertisement

২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। এর পর দ্বিতীয় গেম থেকে তিনি ফিরে আসেন ফর্মে. তৃতীয় গেমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য সেন কামব্যাক করেন। পিভি সিন্ধুর পর একই দিনে লক্ষ্য সেনও ব্যাডমিন্টনে সোনা পেলেন লক্ষ্য সেন।

পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারত। ২০টি সোনার পদক, ১৫টি রুপোর পদক এবং ২২টি ব্রোঞ্জ পদক রয়েছে ভারতের ঝুলিতে। লক্ষ্য সেন এবারই প্রথম কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন. আর প্রথমবারেই সোনা জয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কমনওয়েলথ ব্যাডমিন্টনে পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। মহিলাদের ইভেন্টে সোনা জিতেছেন পিভি সিন্ধু। আর এবার সোনা জিতলেন লক্ষ্য সেন।

বাংলা খবর/ খবর/খেলা/
ফের সোনা ভারতের ঘরে, ব্যাডমিন্টনে লড়াই করে পদক জয় লক্ষ্য সেনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল