সেই নাবালিকার স্তনে চিমটি দেওয়ার অপরাধে এই শাস্তি দেওয়া হয়েছে কোচকে। সেই নাবালিকাকে খেলা শেখাতেন ওই কোচ। খেলা শেখাতে গিয়ে মেয়েটি ভুল করলে এমন ঝঘন্য কাজটি করতেন ওই কোচ।
নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে কোচকে এমন শাস্তি দিয়েছে পসকো আদালত। একটি ১০ বছর বয়সী নাবালিকা ২০১৯ সালে যৌন হয়রানির বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
advertisement
আরও পড়ুন- কলকাতায় কি আসবেন অ্যাঞ্জেল ডি মারিয়া? মেসির সতীর্থ আসবেন ভারত সফরে
টাইমস অফ ইন্ডিয়া-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাডমিন্টন অনুশীলনের সময় ছাত্রীর করা ভুলের জন্য থাপ্পড় মারতেন কোচ। এমনকী নাবালিকার স্তনে চিমটি দেওয়ার মতো জঘন্য কাজও করতেন। তবে সেই কোচ সমস্ত দোষ অস্বীকার করে। আদালত ২৭ বছর বয়সী কোচকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
আরও পড়ুন- নT-20 বিশ্বকাপে মেগা ম্যাচ গ্রুপ পর্বেই,Ind vs Pak ম্যাচ হবে নিউ ইয়র্কে,রইল সূচি
বিচারক এই বিষয়ে বলেন, একজন প্রশিক্ষকের কাছ থেকে ছাত্রীদের পিঠে থাপ্পড় মেরে ও বুকে চিমটি দিয়ে শাস্তি আশা করা যায় না। এটা শাস্তির উপায় নয়। এই কাজটি অজান্তে বা দুর্ঘটনাক্রমে করা হয়নি।
এই বিষয়ে মন্তব্য করে বিচারক আরও বলেন, এই ঘটনাটি ১০ জুলাই, ২০১৯ তারিখে ঘটেছে। এর দেড় মাস আগে পর্যন্ত ওই নাবালিকাকে অভিযুক্তরা প্রশিক্ষণ দিয়ে আসছিল।
যেদিন ঘটনাটি ঘটে, সেদিন ছাত্রী অনুভব করেছিল অভিযুক্ত তাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছে। এজন্য তিনি অভিযোগ করেন। মেয়েটি দাবি করে, সেই কোচ এমন কাজ বহুদিন ধরেই করছিল।