আশি-নব্বইয়ের দশকে টানা ১০ বছর ধরে কলকাতার তিন প্রধান দলে খেলেছেন বাবু মানি। বাংলা দলের হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। বেঙ্গালুরুর ছেলে বাবু মানি ১৯৮৩ সালে কলকাতায় খেলতে এসে এখানকার বাসিন্দা হয়ে যান। সে বছর তাঁকে মহমেডান স্পোর্টিং ক্লাবে নিয়ে এসেছিলেন মহিদুল ইসলাম।
এক বছর সেখানে খেলার পর মোহনবাগান তাঁকে তুলে নিয়ে যায়। বাবু মানি সবুজ-মেরুনে ছিলেন ১৯৮৮ পর্যন্ত। ইতিমধ্যে ১৯৮৭ সালে মোহনবাগানের অধিনায়কত্ব করেন। ১৯৮৬ এবং ১৯৮৭ সালে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। মানি ছিলেন সেই দলের সদস্য।
advertisement
১৯৮৮ সালে বাবু চলে যান মহমেডানে। দু’ বছর সেই দলে খেলার পর ১৯৯০-এ যোগ দেন ইস্টবেঙ্গলে। ১৯৯২ সালে আবার ফিরে আসেন মোহনবাগানে। ১৯৯৩ সালে খেলেন এফসিআই-এর হয়ে। এখানেই চাকরি করতেন মানি।
১৯৯৪-এ মোহনবাগানে খেলে তিনি ফুটবলজীবন শেষ করেন। তার সঙ্গে খেলেছেন সত্যজিৎ, অলক মুখোপাধ্যায়, প্রশান্ত ব্যানার্জি, মস্তান আহমেদের মতো ফুটবলাররা। বাবুর মৃত্যুতে ময়দানে নেমেছে শোকের ছায়া।