ভারত ও জিম্বাবোয়ের কাছে হেরে একসময় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সেখানে ঘুড়ে দাঁড়িয়ে পৌছায় ফাইনালে। ভাগ্যও সাথ দেয় কিছুটা। কিন্তু ফাইনাল হারের পর হতাশ বাবর আজম। ব্যাট হাতেও এই বিশ্বকাপে বাবর আজমকে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি। কিন্তু ফাইনাল সহ পুরো প্রতিযোগিতায় তার দল যে ক্রিকেটটা খেলেছে, যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেছেন বাবর আজম।
advertisement
ফাইনালে ১৩৭ রানের সামান্য রসদ নিয়ে পাক বোলাররা দুরন্ত লড়াই করে। একসময় ইংল্যান্ডকে চাপেও ফেলে দিয়েছে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাদাব খানরা। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় দলের প্রশংসা করে বাবর আজম লেখেন,'দলের উপর অসম্ভব গর্বিত। তোমরা সবাই যোদ্ধার মতো লড়াই করেছ। তোমরা যে ভাবে খেলেছ, তার জন্য সবাইকে ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ।'
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।