ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর সুন ইংশাকে ঐহিকা হারিয়ে দেন ৩-১ ব্যবধানে। ম্যাচের ফল ছিল ১২-১-, ২-১১, ১৩-১১, ১১-৬। এমন কৃতিত্বের পর ঐহিকাকে সংবর্ধনা দিল তাঁর তারকা টেবল টেনিস প্লেয়ার হয়ে ওঠার মঞ্চ ‘ধানুকা ধানসিঁড়ি সৌমদীপ-পৌলমী টেবল টেনিস অ্যাকাডেমি’। শনিবার ঐহিকাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে একলক্ষ টাকার চেক তুলে দেন অতুল ধানুকা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টরা।
advertisement
এমন সম্মান পেয়ে আপ্লুত ঐহিকা মুখোপাধ্যায়। তিনি বলেন,”আমি যা করি তা দেশের স্বার্থে করি। ক্রিকেট, ফুটবল নিয়ে তো সবাই ভাবে। কিন্তু দাবা, টেবল টেনিসকে সামনে রেখে যে বড় কর্মকাণ্ড শুরু করেছি সেটা শুধুই দেশের কথা ভেবে। অলিম্পিকে পদক চাই। আসল সাফল্য তো ওটাই।” একইসঙ্গে তিনি কতটা আত্মবিশ্বাসী ও দৃঢ় সেই পরিচয়ও দেন। তিনি বলেন,”এটা ভাববেন না যে বাই চান্স জিতেছি। আমাদের এখানে অনেক প্রতিভা রয়েছে। আমাদের বিশ্বাস ছিল আমরা পারব করতে। আমাদের খেলার স্টাইলও অনেক আলাদা। আর যদি হারিও তাহলেও যেন ওরা বাইরে গিয়ে বলে লড়াই করতে হয়েছে।”
আরও পড়ুনঃ Where is Katsumi: কোথায় হারিয়ে গেলেন ‘জাপানি বোমা’ কাতসুমি! কী করেন এখন? জানলে চমকে যাবেন
এছাড়াও, ছোট বেলা থেকেই যে চ্য়ালেঞ্জ নিতে ভালবাসেন, সেই কথাও জানান ঐহিকা মুখোপাধ্যায়। সুন ইংশার বিরুদ্ধে খেলার ইচ্ছের কথা টিম মিটিংয়ে নিজে থেকেই জানিয়েছিলেন বঙ্গ তনয়া। নিজের পার্টনার সুতীর্থার প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। ভবিষ্যতে আরও বেশি পরিশ্রম করতে ও দেশকে-তথা বাংলাকে আরও সাফল্য এনে দেওয়াই লক্ষ্য বলেও জানিয়েছেন ঐহিকা। এই টেনিস জুটির পরবর্তী টার্গেট ‘সিঙ্গাপুর জয়’।