TRENDING:

Ayhika Mukherjee: 'এটা ভাববেন না বাই চান্স জিতেছি', বিশ্বের এক নম্বরকে হারিয়ে সংবর্ধনা মঞ্চেও দৃঢ় ঐহিকা

Last Updated:

Ayhika Mukherjee: গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগে আরও এক নজির গড়েন ঐহিকা মুখোপাধ্যায়। বিশ্বের এক নম্বর টেবিল টেনিস তারকাকে হারিয়ে দেন বাংলার মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নজর কেড়েছিলেন এশিয়ান গেমসেই। টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন দুই বঙ্গ তনয়া ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। সেটা ছিল সবে শুরু। আরও অনেক পথ যে হাঁটবেন এই জুটি, সেই পদধ্বনি শোনা গিয়েছিল তখনই। আর কয়েক মাস যেতে না যেতেই ফের চমক। গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগে আরও এক নজির গড়েন ঐহিকা মুখোপাধ্যায়। বিশ্বের এক নম্বর টেবিল টেনিস তারকাকে হারিয়ে দেন বাংলার মেয়ে।
ঐহিকা মুখোপাধ্যায়
ঐহিকা মুখোপাধ্যায়
advertisement

ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর সুন ইংশাকে ঐহিকা হারিয়ে দেন ৩-১ ব্যবধানে। ম্যাচের ফল ছিল ১২-১-, ২-১১, ১৩-১১, ১১-৬। এমন কৃতিত্বের পর ঐহিকাকে সংবর্ধনা দিল তাঁর তারকা টেবল টেনিস প্লেয়ার হয়ে ওঠার মঞ্চ ‘ধানুকা ধানসিঁড়ি সৌমদীপ-পৌলমী টেবল টেনিস অ্যাকাডেমি’। শনিবার ঐহিকাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে একলক্ষ টাকার চেক তুলে দেন অতুল ধানুকা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টরা।

advertisement

এমন সম্মান পেয়ে আপ্লুত ঐহিকা মুখোপাধ্যায়। তিনি বলেন,”আমি যা করি তা দেশের স্বার্থে করি। ক্রিকেট, ফুটবল নিয়ে তো সবাই ভাবে। কিন্তু দাবা, টেবল টেনিসকে সামনে রেখে যে বড় কর্মকাণ্ড শুরু করেছি সেটা শুধুই দেশের কথা ভেবে। অলিম্পিকে পদক চাই। আসল সাফল্য তো ওটাই।” একইসঙ্গে তিনি কতটা আত্মবিশ্বাসী ও দৃঢ় সেই পরিচয়ও দেন। তিনি বলেন,”এটা ভাববেন না যে বাই চান্স জিতেছি। আমাদের এখানে অনেক প্রতিভা রয়েছে। আমাদের বিশ্বাস ছিল আমরা পারব করতে। আমাদের খেলার স্টাইলও অনেক আলাদা। আর যদি হারিও তাহলেও যেন ওরা বাইরে গিয়ে বলে লড়াই করতে হয়েছে।”

advertisement

আরও পড়ুনঃ Where is Katsumi: কোথায় হারিয়ে গেলেন ‘জাপানি বোমা’ কাতসুমি! কী করেন এখন? জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়াও, ছোট বেলা থেকেই যে চ্য়ালেঞ্জ নিতে ভালবাসেন, সেই কথাও জানান ঐহিকা মুখোপাধ্যায়। সুন ইংশার বিরুদ্ধে খেলার ইচ্ছের কথা টিম মিটিংয়ে নিজে থেকেই জানিয়েছিলেন বঙ্গ তনয়া। নিজের পার্টনার সুতীর্থার প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। ভবিষ্যতে আরও বেশি পরিশ্রম করতে ও দেশকে-তথা বাংলাকে আরও সাফল্য এনে দেওয়াই লক্ষ্য বলেও জানিয়েছেন ঐহিকা। এই টেনিস জুটির পরবর্তী টার্গেট ‘সিঙ্গাপুর জয়’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ayhika Mukherjee: 'এটা ভাববেন না বাই চান্স জিতেছি', বিশ্বের এক নম্বরকে হারিয়ে সংবর্ধনা মঞ্চেও দৃঢ় ঐহিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল