তবে জশ ইংলিশের চোট লাগার কারণ জানতে পেরে কিছুটা অসন্তুষ্ট অজি টিম ম্যানেজমেন্ট। টি-২০ বিশ্বকাপ খেলতে নামার আগে গল্ফ খেলতে গিয়ে চোটের কবলে পড়েন জশ ইংলিশ। জানা গিয়েছে বুধবার অনুশীলন ছিল না অস্ট্রেলিয়ার। সেই ফাঁকে কয়েক জন সতীর্থের সঙ্গে গল্ফ খেলতে চলে গিয়েছিলেন জশ ইংলিশ। সেখানেই একটি শট মারতে গিয়ে চোট লাগে অজি ক্রিকেটারের।
advertisement
আরও পড়ুনঃ ১১ বছর আগে বিশ্বকাপ জয়, ৯ বছর ধরে আইসিসি ট্রফির খরা! প্রবল চাপে টিম ইন্ডিয়া
বাজে ভাবে হাত কেটে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জশ ইংলিশকে। চিকিৎসার পর চোট নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক জানিয়ে দেন টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন তিনি। তবে জশ ইংলিশের পরিবর্তে কোন ক্রিকেটারকে নেওয়া হবে তা এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্ভাব্যের তালিকায় রয়েছে ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে ও ন্যাথান এলিসের নাম।