অজি খেলোয়াড়রা করাচির একটি হোটেল ছিলেন। সেই হোটেলরুমে তারা ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অভিযোগ করায় তারা এই সমস্যার সমাধান করেছিল। এ জন্য পিসিবিকে ধন্যবাদও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া টিমের এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে পিসিবিকে লেখা ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি চিঠিতে। যেখানে তাদের পাকিস্তান সফরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যখন আমরা করাচির হোটেলে পৌঁছেছিলাম, সেখানে বেশ কিছু সমস্যা ছিল। যেমন রুমে ইঁদুর, অস্বাভাবিক গন্ধ এবং বিভিন্ন সমস্যা, যা অপ্রত্যাশিত ছিল।
আপনারা (পিসিবি) এবং আপনার টিম এই সমস্যার বেশির ভাগই সমাধান করেছেন। এছাড়া পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ান দলের যত্ন নেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানি মিডিয়ার মতে, চিঠিতে আরো বলা হয়েছে, আমরা ইসলামাবাদে অবতরণ করার মুহূর্ত থেকে আমাদের দারুণভাবে আপ্যায়ন করা হয়েছিল।
প্রতিশ্রুত সকল সুযোগ-সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে সরবরাহ করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াও আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতেও দুই দেশ একে অপরের পাশে দাঁড়াব। কিন্তু বন্ধুত্বের কথা মুখে বলা হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার এই অভিযোগ শোনার পর পাকিস্তানকে নিয়ে খিল্লি করা হচ্ছে। ইঁদুরের ডেরায় অস্ট্রেলিয়ানদের ঢুকিয়ে ইচ্ছে করেই জানি তারা রাতে ঘুমাতে দিত না সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ পর্যন্ত করেছেন কেউ কেউ।