বিশ্বকাপ থেকে বিদায় ও সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ব্যক্তিগত জীবনে ব্যস্ত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শনিবার মেলবোর্ন স্টার্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ম্যাক্সওয়েল। পরে সন্ধ্যায় তিনি এক বন্ধুর জন্মদিনের পার্টিতে হাজির হন। সেখানেই বন্ধুদের সঙ্গে হুল্লোর করতে গিয়ে পড়ে যান ম্যাক্সওয়েল। পায়ে গুরুতর চোট লাগে তার। ব্যাথায় কাতরাতে থাকেন তিনি।
advertisement
সেখান থেকে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর জানা যায় বাঁ-পায়ের হাড় ভেঙেছে ম্যাক্সওয়েলের। রবিবার ম্যাক্সওয়েলের ভাঙা পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। অজিতারকা সুস্থ হতে প্রায় ৩ মাস সময় লাগতে পারে। ফলে আসন্ন ইংল্যান্ড সিরিজ শুধু নয়, দীর্ঘ দিন খেলার বাইরে থাকতে হবে গ্লেন ম্যাক্সওয়েলকে।
আরও পড়ুনঃ বিশ্বকাপ জিতলেই লিপ্ত হবেন উদ্দাম সঙ্গমে, তারকা ফুটবলারকে অফার সুপার হট মডেলের
প্রসঙ্গত, সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ওডিআইতে ১২৭ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৪৪৮ রান ও টি-২০-তে রয়েছে ৯৮ ম্যাচে ২১৫৯ রান। বল হাতেও কার্যতরী ভূমিকা নেন ম্যাক্লওয়েল। ওডিআইতে ৬০ ও টি-২০ ক্রিকেটে ৩০টি উইকেট শিকার করেছেন অজি তারকা। ম্যাক্সওয়েলের দ্রুত সূস্থতা কামনে করেছেন তার ফ্যানেরা।