এখনও পর্যন্ত জানা গিয়েছে তারকা অজি ওপেনারের ঘাড়ে চোট রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে মাটিতে সজোরে মাথা ঠুকে যায় ওয়ার্নারের। সেই সময় বুঝতে না পারলেও পরে ওয়ার্নারের ঘাড়ের চোট লাগা অংশ পড়ে শক্ত হয়ে যায়।
advertisement
এই চোটের কারণে টি-২০ বিশ্বকাপের প্রস্তপতি ম্যাচে ডেভিড ওয়ার্নার খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। এছাড়া ২২ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ার্নারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দলের তারকা ব্যাটারের চোটের দিকে নজর রাখছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। চোট যদি গুরুতর হয় তাহলে তা অস্ট্রেলিয়া দলের কাছে বড় ধাক্কা হতে চলেছে।
আরও পড়ুনঃরোহিত আমার বড় দাদার মতো ! বিশ্বকাপের সাংবাদিক সম্মেলনে চমকে দিলেন পাকিস্তানের বাবর
প্রসঙ্গত৷ গত বছর টি-২০ বিশ্বকাপে স্বপ্নে ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় ২৮৯ রান করেছিলেন ওয়ার্নার। গতবার টি-২০ বিশ্বকাপ চ্য়াম্পিয়নও হয়েছিল অজিরা। এবারও অস্ট্রেলিয়া দলের ওপেনিংয়ে বড় ভরসা ওযার্নার। তার দ্রুত ফিট হওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়া ও ওয়ার্নার সমর্থকরা।