TRENDING:

Pakistan vs Australia : শেষ পর্যন্ত পূর্ণশক্তির দল নিয়েই ২৪ বছর বাদে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

Last Updated:

Australia cricket team announces strong squad for Pakistan tour. ২৪ বছর বাদে পাকিস্তানের মাটিতে খেলবে অস্ট্রেলিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২৪ বছর বাদে পাকিস্তানের মাটিতে খেলবে অস্ট্রেলিয়া
২৪ বছর বাদে পাকিস্তানের মাটিতে খেলবে অস্ট্রেলিয়া
advertisement

আরও পড়ুন - ATKMB vs Hyderabad FC: ওগবেচেকে রুখে দিয়ে আজ হায়দারাবাদ বধের ছক কষছেন এটিকে মোহনবাগান কোচ

১৯৯৮ সালের পর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া। মার্ক টেলরের পর অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে পাকিস্তানে টেস্ট ম্যাচ নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে প্যাট কামিন্সের। পূর্বসূরি সিরিজ জিতেই পাকিস্তান ছেড়েছিলেন। কামিন্সও যেন সে সুযোগ পান, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

advertisement

টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া।মার্চের প্রথম সপ্তাহে শুরু হওয়া সফরে অস্ট্রেলিয়া তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। এমন এক সফরের আগে অস্ট্রেলিয়া দলের সব তারকাকে পাবে কি না, এ নিয়ে সন্দেহ ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তাকে কারণ দেখিয়ে ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। নিউজিল্যান্ড দল তো পাকিস্তানে গিয়ে না খেলে ফিরেছে!

advertisement

এই অবস্থায় বরাবরই এসব ক্ষেত্রে ‘নাক উঁচু’ অস্ট্রেলিয়া কী আচরণ করে, তা নিয়ে আগ্রহ ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড গত নভেম্বর থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সে আলোচনা যে ফলপ্রসূ হয়েছে, সেটা খেলোয়াড় তালিকায় নজর দিলেই বোঝা যাচ্ছে।

advertisement

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডদের সবাই পাকিস্তানে যাচ্ছেন। হ্যাজলউড ও ঝাই রিচার্ডসনের চোটের কারণে অ্যাশেজে সুযোগ পেয়েছিলেন পেসার স্কট বোলান্ড। চমক জাগানো পারফরম্যান্সের পাকিস্তান সফরের দলেও জায়গা করে নিয়েছেন।

চোট এ সফর থেকে রিচার্ডসনকে ছিটকে দিয়েছে। অ্যাশেজে দলে ফেরা পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজাও সুযোগ পেয়েছেন পাকিস্তান সফরে। পাকিস্তানে যেতে পারে তিনি খুব খুশি জানিয়েছেন খোয়াজা।

advertisement

*অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের টেস্ট দল:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ–অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, মাইকেল নেসের, মিচেল সুইপসন, অ্যাশটন অ্যাগার।*

বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan vs Australia : শেষ পর্যন্ত পূর্ণশক্তির দল নিয়েই ২৪ বছর বাদে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল