TRENDING:

ত্রিমূর্তির ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া! ভারত ছাড়ার আগে হুঙ্কার ক্যাঙ্গারুদের

Last Updated:

Australia coach Andrew McDonald says return of Warner along with Marsh and Starc will boost team. ত্রিমূর্তির ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া! ভারত ছাড়ার আগে হুঙ্কার ক্যাঙ্গারুদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দারাবাদ: ভারতের বিরুদ্ধে সিরিজ হার থেকে শিক্ষা নেবে অস্ট্রেলিয়া। তবে এই হার তাদের আত্মবিশ্বাস ভেঙে দেবে এমনটা বিশ্বাস করেন না অস্ট্রেলিয়ার কোচ এবং ক্রিকেটাররা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে ট্রফি নিজেদের দেশের রেখে দিতে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তাদের ওপর প্রত্যাশার চাপও আছে।
স্টার্ক, মার্শ এবং স্টোইনিসকে ফেরানোর অপেক্ষায় অস্ট্রেলিয়া
স্টার্ক, মার্শ এবং স্টোইনিসকে ফেরানোর অপেক্ষায় অস্ট্রেলিয়া
advertisement

আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই হার্দিক, সুস্থ হতে পারেননি মহম্মদ শামিও

কিন্তু দলটির সমস্যা হল একাধিক ক্রিকেটারের চোট। সদ্য ভারতে টি-টোয়েন্টি সিরিজ হারা অজি দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য খুব একটা চিন্তিত নন। কারণ তার হাতে অনেক বিকল্প আছে। ম্যাকডোনাল্ড বলেছেন, আমাদের দুই ক্রিকেটারের ইনজুরি আছে। বিশ্বকাপের আগে এটা একটু উদ্বেগের। মূল দলের কোনো ক্রিকেটারকে কেউ হারাতে চায় না।

advertisement

অবশ্য আমাদের দলে যথেষ্ট গভীরতা আছে। সেই গভীরতা দিয়ে যে কারও অভাব পূরণ করা সম্ভব। বিশ্বকাপের দলের ১৫ জনের মধ্যে কেউ চোটে পড়লেও আমরা গভীরতা দিয়ে সেটা ঢেকে দিতে পারব। ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও চিন্তিত নন ম্যাকডোনাল্ড।

বরং ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ক্যামেরন গ্রিন যেভাবে দায়িত্ব সামলেছে, তাতে তিনি উচ্ছ্বসিত। অজি কোচ বলেছেন, ভারতে আসার আগে যখন পরিকল্পনা করছিলাম, তখনই গ্রিনের দক্ষতার কথা মাথায় ছিল। সে ইনিংস শুরুর চ্যালেঞ্জটা নিয়েছে। আমরা তাকে বলেছিলাম ব্যাটিং অর্ডারের শুরুতে গিয়ে নিজেকে মেলে ধরতে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারপর আমরা সবাই দেখলাম গ্রিন কী করতে পারে। যদিও শুনতে অদ্ভুত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখা হয়নি গ্রিনকে। তবে অলরাউন্ডার মিচেল মার্শ, ফাস্ট বোলার মিচেল স্টার্ক দলে ফিরলে অস্ট্রেলিয়া দলের শক্তি অনেকটাই বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। সঙ্গে রয়েছেন ডেভিড ওয়ার্নার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ত্রিমূর্তির ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া! ভারত ছাড়ার আগে হুঙ্কার ক্যাঙ্গারুদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল