TRENDING:

বৃষ্টিবিঘ্নিত বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিনে পাকিস্তানকে টানলেন আজহার

Last Updated:

পাকিস্তান : ১৪২/৪ ( ৫০.৫ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তান : ১৪২/৪ ( ৫০.৫ ওভার)
advertisement

#মেলবোর্ন: ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ মানেই এই একটা টেস্ট নিয়ে আগ্রহ সবারই থাকে তুঙ্গে ৷ সেটা হল বক্সিং ডে টেস্ট ম্যাচ ৷ বড়দিনের ঠিক পরদিনকেই বক্সিং ডে হিসেবে পালন করা হয় সারা বিশ্বে ৷ আর বক্সিং ডে টেস্ট মানেই এমসিজি-তে টেস্ট ৷ এই টেস্টে প্রথম দিনেই ভাল পারফরম্যান্স করতে মরিয়া থাকে যে কোনও দলই ৷ যদিও ইতিহাস বলছে বক্সিং ডে-তে মেলবোর্নে ভিজিটার্স টিম থেকে অধিকাংশ সময়েই এগিয়ে থাকে হোম টিম অস্ট্রেলিয়াই ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ বৃষ্টির জন্য গোটা দিনের অধিকাংশ সময় নষ্ট হলেও ক্যাঙারু বোলাররা প্রথম দিন পাক ব্যাটসম্যানদের বেঁধে রাখতে সফল ৷ ৪ উইকেট হারিয়ে এদিন ১৪২ রানের বেশি তুলতে পারেনি মিসবা উল হকের দল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক ৷ শুরুতেই ওপেনার সামি আসলামের (৯) উইকেট হারায় দল ৷ এরপর তিন নম্বরে নামা বাবর আজম (২৩), ইউনিস খান (২১) এবং অধিনায়ক মিসবা উল হক (১১) প্রায় সকলেই ব্যর্থ ৷ কিন্তু এর মধ্যেও পাকিস্তানকে টানছেন আরেক ওপেনার আজহার আলি ৷ ৬৬ রানে অপরাজিত তিনি ৷ সঙ্গী আসাদ শাফিক ( ৪ নট আউট) রয়েছেন ক্রিজে ৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন দুটি উইকেট নেন জ্যাকসন বার্ড ৷ বাকি একটি করে উইকেট পেয়েছেন হ্যাজলউড এবং লিয়ঁ ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বৃষ্টিবিঘ্নিত বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিনে পাকিস্তানকে টানলেন আজহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল