TRENDING:

আইসিসির তিরস্কার অ্য়ারন ফিঞ্চকে, টি-২০ বিশ্বকাপের আগে কোন অপরাধ করলেন অজি অধিনায়ক

Last Updated:

ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ খেলছে অস্ট্রেলিয়া দল। সেখানেই নিয়ম ভাঙলেন অজি অধিনায়ক। অ্য়ারন ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়ার মাটিতে এবার হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপের আগে আয়োজক দেশের অধিনায়ককে তিরস্কার করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। খেলার সময় মাঠে খারাপ ভাষা ব্য়বহারের কারণেই অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্য়ারন ফিঞ্চকে তিরস্কার করেছে আইসিসি। তিরস্কৃত হওয়ায় টি-২০ বিশ্বকাপে বাড়তি সতর্ক হয়েই নামতে হবে ব্য়াগি গ্রিণদের সেনাপতিকে।
advertisement

বর্তমানে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সেখানেই এই কাণ্ড ঘটিয়েছেন অ্য়ারন ফিঞ্চ। রবিবার পার্থে জস বাটালারের আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কা তর্কিতে জড়া অ্য়ারন ফিঞ্চ। ক্যামেরন গ্রিনের বলে বাটলারের আবেগন একটি দেরি করেই নাকোচ করেন আম্পায়ার। তখন ফিঞ্চ রিভিউ নিতে চাইলে আম্পায়ার জানান সময় পেরিয়ে গিয়েছে। তখনও রেগে গিয়ে বাজে ভাষার প্রয়োগ করেন ফিঞ্চ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ম্য়াচ রেফারি সেই রিপোর্ট আইসিসিকে জমা দেওয়ার পাশাপাশি স্টাম্প মাইকেও স্পষ্ট শোনা গিয়েছে কী বলেছেন অজি অধিনায়ক। গত ২৪ মাসের মধ্য়ে এটি অ্য়ারন ফিঞ্চের প্রথম ভুল হওয়ায় কোনও শাস্তিমূলক ব্য়বস্থা নেয়নি আইসিসি। শুধু তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়। ওয়ার্নিংও বলা যেতে পারে। তবে টি-২০ বিশ্বকাপে এমন ভুল ফের করলে শাস্তির সম্মুখীন হতে হতে পারে অ্য়ারন ফিঞ্চকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইসিসির তিরস্কার অ্য়ারন ফিঞ্চকে, টি-২০ বিশ্বকাপের আগে কোন অপরাধ করলেন অজি অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল