বর্তমানে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সেখানেই এই কাণ্ড ঘটিয়েছেন অ্য়ারন ফিঞ্চ। রবিবার পার্থে জস বাটালারের আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কা তর্কিতে জড়া অ্য়ারন ফিঞ্চ। ক্যামেরন গ্রিনের বলে বাটলারের আবেগন একটি দেরি করেই নাকোচ করেন আম্পায়ার। তখন ফিঞ্চ রিভিউ নিতে চাইলে আম্পায়ার জানান সময় পেরিয়ে গিয়েছে। তখনও রেগে গিয়ে বাজে ভাষার প্রয়োগ করেন ফিঞ্চ।
advertisement
ম্য়াচ রেফারি সেই রিপোর্ট আইসিসিকে জমা দেওয়ার পাশাপাশি স্টাম্প মাইকেও স্পষ্ট শোনা গিয়েছে কী বলেছেন অজি অধিনায়ক। গত ২৪ মাসের মধ্য়ে এটি অ্য়ারন ফিঞ্চের প্রথম ভুল হওয়ায় কোনও শাস্তিমূলক ব্য়বস্থা নেয়নি আইসিসি। শুধু তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়। ওয়ার্নিংও বলা যেতে পারে। তবে টি-২০ বিশ্বকাপে এমন ভুল ফের করলে শাস্তির সম্মুখীন হতে হতে পারে অ্য়ারন ফিঞ্চকে।