TRENDING:

নিগুয়েজের গোলে বায়ার্ন বধ অ্যাটলেটিকোর

Last Updated:

এ যেন কিছুটা অঘটনের মতোই ৷ ফাইনাল ওঠার পথে হোঁচট খেল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৷ বুধবার রাতে ঘরের মাঠে বায়ার্নকে ১-০ গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ ম্যাচের একমাত্র গোলটি হয় ১১ মিনিটের মাথায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ:  এ যেন কিছুটা অঘটনের মতোই ৷ ফাইনাল ওঠার পথে হোঁচট খেল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৷ বুধবার রাতে ঘরের মাঠে বায়ার্নকে ১-০ গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ ম্যাচের একমাত্র গোলটি হয় ১১ মিনিটের মাথায় ৷ বিপক্ষের পাঁচ জনকে ধোঁকা দিয়ে ন্যুয়েরকে পরাস্ত করেন অ্যাটলেটিকোর সল নিগুয়েজ ৷ নিঃসন্দেহে বুধবারের রাত স্মরণীয় থাকবে নিগুয়েজের জন্য ৷ তারকাদের ভিড়ে নিজেকে প্রমাণ করলেন অনূর্ধ্ব ২১ তারকা ৷ সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বায়ার্ন ৷ কিন্তু সুযোগ নষ্ট করেন ফুটবলাররা ৷ অ্যালাবার শট পোস্টে লাগে ৷ ফিরতি লেগে অ্যালায়েঞ্জ এরিনায় নামার আগে পেপের থেকে কিছুটা হলেও এগিয়ে রইলেন সিমিওনে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
নিগুয়েজের গোলে বায়ার্ন বধ অ্যাটলেটিকোর