মোহনবাগান দলের এক ফুটবলারের রিপোর্ট পজেটিভ এসেছে পরীক্ষায়। ফলে এই ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ফুটবলারটিকে বাকি দলের থেকে আলাদা রাখা হয়েছে। প্রতিমুহূর্তে খেয়াল রাখা হচ্ছে। তবে নাম প্রকাশ করেনি টিম ম্যানেজমেন্ট। জানানো হয়েছে লিগের মেডিকেল বোর্ডের সাহায্য নেওয়া হচ্ছে।
advertisement
এই ম্যাচ পরবর্তী সময়ে অন্য কোন তারিখে খেলা হবে সেটা জানানো হবে সঠিক সময়। তবে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ গোয়া বনাম চেন্নাই সঠিক সময় হওয়ার কথা। এমনিতে আইএসএল এর বায়ো বাবেল যথেষ্ট সুরক্ষিত। অতীতে আইপিএলের বায়ো বাবেল ভেঙে করোনা হলেও আইএসএলের বাবল কখনও ভাঙেনি। তবে এখনই ভয় পাওয়ার মতো পরিস্থিতি হয়েছে বলে মনে হয় না।
গোয়া থেকে যেটুকু খবর তাতে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। প্রতিদিন ফুটবলারদের পরীক্ষা করা হয়। তবে সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভাইরাস তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কতদিন থাকে সেটাও প্রশ্নের মুখে। তবে দলের বাকি ফুটবলাররা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। এদিকে এটিকে মোহনবাগান দলের কার্ড এবং চোট সমস্যা ছিল। হুগো বুমু এক ম্যাচের জন্য নির্বাচিত। চোট ছিল কার্ল ম্যাক এবং দীপকের।