TRENDING:

মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন গ্যালেগো এবং স্লাভকো, চ্যালেঞ্জ নিতে তৈরি দুই বিদেশি

Last Updated:

ATK Mohun Bagan Slavko Damjanovic and Federico Gallego joins practice as Juan Ferrando targets Mumbai city FC. মোহনবাগান সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার মধ্যেই অনুশীলন শুরু নতুন দুই বিদেশির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাদের দুজনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন মোহনবাগানের সমর্থকরা। আইএসএল ফিরতি লেগ শুরু হওয়ার আগে এটিকে মোহনবাগান দল গুছিয়ে নেবে সেটা জানাই ছিল। দুদিন আগেই শহরে এসে গিয়েছিলেন তারা। এক সপ্তাহের ছুটি কাটিয়ে অনুশীলন শুরু এটিকে মোহনবাগানের। সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দুই নবাগত বিদেশির।
অনুশীলন শুরু নতুন দুই বিদেশির
অনুশীলন শুরু নতুন দুই বিদেশির
advertisement

দলের সঙ্গে অনুশীলন করলেন উরুগুয়ের অ্যাটাকিং মিডিও ফেডরিকো গ্যালেগো। মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচও প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করলেন। ১৪ তারিখ এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। লিগ টেবিলে প্রথম দুইয়ে থাকাই লক্ষ্য এটিকে মোহনবাগানের।

নতুন দুই বিদেশি যোগ দেওয়ায় দল আরও মজবুত হল বলে মনে করছেন সমর্থকরা। দামজানোভিচ এর আগে নিজেকে প্রমাণ করে গিয়েছেন ভারতীয় ফুটবলে। বড় চেহারা, ঠান্ডা মাথা এবং নিখুঁত ট্যাকল করার ক্ষমতা আছে তার। মোহনবাগান ডিফেন্সে তার সঙ্গে হামিলের জুটি কতটা কার্যকরী হতে পারে সেটাই দেখার।

advertisement

অন্যদিকে উরুগুয়ের আক্রমণাত্মক মিডিও গ্যালেগো খেলা তৈরি করার পাশাপাশি প্রয়োজনে গোল করতে পারেন। ফাইনাল বল বাড়াতে পারেন। তাকে নেওয়া হয়েছে কোচ হুয়ান ফেরান্দর কথায়। এর আগে নর্থইস্ট ইউনাইটেড দলের জার্সিতে বেশ কিছু দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছিলেন গ্যালেগো। আজ পর্যন্ত মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি এটিকে মোহনবাগান।

advertisement

এই দুজন ফুটবলার যোগ দেওয়ার ফলে চাকা ঘোরে কিনা সেটাই দেখার। দুই বিদেশি ফুটবলার অবশ্য আশাবাদী তারা সবুজ মেরুন জার্সির ওজন নিতে পারবেন। দলের সঙ্গে নিজেদের দ্রুত মানিয়ে নিতে পারবেন।

বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন গ্যালেগো এবং স্লাভকো, চ্যালেঞ্জ নিতে তৈরি দুই বিদেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল