TRENDING:

ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে আজ মালয়েশিয়ার দলকে হারানোর প্রতিজ্ঞা এটিকে মোহনবাগানের

Last Updated:

ATK Mohun Bagan ready to accept strong challenge from Kuala Lumpur city FC. ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে আজ মালয়েশিয়ার দলকে হারানোর প্রতিজ্ঞা মোহনবাগানের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, সন্দেশ জিঙ্ঘন, তিরির মতো তারকা চলে যাওয়ায় এটিকে মোহনবাগান এমনিতেই একটা রূপান্তরের মধ্যে রয়েছে। বুধবার এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চূড়ান্ত মনোযোগী এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ইন্টার জোনাল সেমি-ফাইনালে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কুয়ালা লামপুর সিটি এফসি।
মালয়েশিয়ার দলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ সবুজ মেরুনের
মালয়েশিয়ার দলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ সবুজ মেরুনের
advertisement

নির্ধারিত সময়ে ফয়সালা না হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়। তারপর টাই-ব্রেকার তো রয়েছে। সাংবাদিক সম্মেলনে ফেরান্দো পরিষ্কার বললেন, আমার দর্শন পরিষ্কার। এক গোলে এগিয়ে গেলেও ব্যবধান বাড়ানোর চেষ্টা করব। গোল হজমে ভয় পাই না। ফাইনালে ওঠার জন্য আমার একাধিক পরিকল্পনা তৈরি।

আরও পড়ুন - অতিরিক্ত পরীক্ষা- নিরীক্ষার কারণেই ভরাডুবি ভারতের! অশনি সংকেত দেখতে পাচ্ছেন গাভাসকার

advertisement

বুধবার যুবভারতীতে সন্ধ্যা সাতটায় শুরু ম্যাচ। সেই কথা ভেবেই মঙ্গলবার নিজেদের মাঠে ফ্লাডলাইটে প্র্যাকটিস করলেন কাউকোরা। অনুশীলনে দৃষ্টি আকর্ষণ করলেন সবুজ-মেরুনের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস। পেশিবহুল চেহারা। কেতাদুরস্ত সোনালি চুল। শরীরের ভরকেন্দ্র নীচের দিকে, যা বিপক্ষ ডিফেন্ডারদের টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট।

বুধবার তাঁকে হয়তো প্রথম একাদশে রাখবেন ফেরান্দো। উল্লেখ্য, অতীতে কুয়ালা লামপুর সিটির বর্তমান কোচ বোজানের অধীনে খেলেছেন পেত্রাতোস। গুরুত্বপূর্ণ ম্যাচে জনি কাউকো সবুজ-মেরুন একাদশের লিঙ্কম্যান। বাকি দুই বিদেশির মধ্যে প্রথম দলে জায়গা পাওয়ার লড়াই ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হামিল ও কার্ল ম্যাকহাগের মধ্যে।

advertisement

অনুশীলনে নামার আগে কাউকো, ম্যাকহাগ, প্রীতম, শুভাশিসের সঙ্গে কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করলেন ফেরান্দো। কুয়ালা লামপুর সিটি’র ক্রোয়েশিয়ান কোচ বোজান হোডাক বিপক্ষের প্রান্তিক আক্রমণকেই সমীহ করছেন। বিশেষ করে লিস্টন কোলাসো ও আশিক কুরুনিয়নের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।

বোজানের কথায়, বেঙ্গালুরু এফসি ও ইস্ট বেঙ্গলকে হারিয়েছি। আশা করি, এটিকে মোহন বাগানকেও হারাব। অধিনায়ক পাওলো জোসু চাপটা ঠেলে দিয়েছেন প্রতিপক্ষের দিকে। ব্রাজিলিয়ান অ্যাটাকার বললেন, ঘরের মাঠ ও দর্শকদের সামনে খেলবে মোহনবাগান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে বেশ চনমনে লিস্টন-কিয়ানরা। গতবার এই পর্যায়ে উজবেকিস্তানের আল-নাসাফের কাছে হাফ ডজন গোল হজম করে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ক্ষতে প্রলেপ লাগাতে বুধবার যে কোনও মূল্যে জয় চাইছেন জনি কাউকোরা।

বাংলা খবর/ খবর/খেলা/
ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে আজ মালয়েশিয়ার দলকে হারানোর প্রতিজ্ঞা এটিকে মোহনবাগানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল