অতিরিক্ত পরীক্ষা- নিরীক্ষার কারণেই ভরাডুবি ভারতের! অশনি সংকেত দেখতে পাচ্ছেন গাভাসকার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sunil Gavaskar wants Indian team to stop experiment and focus on home series against Australia. অতিরিক্ত পরীক্ষা- নিরীক্ষার কারণেই ভরাডুবি ভারতের! অশনি সংকেত দেখতে পাচ্ছেন সানি
#দুবাই: অতিরিক্ত পরীক্ষার নিরীক্ষার কারণে এই অবস্থা ভারতীয় ক্রিকেট দলের। রেগে লাল সুনীল গাভাসকার। রবিবার পাকিস্তানের কাছে হারের পর মঙ্গলবার ফের শ্রীলংকার কাছে হার। এশিয়া কাপ ভারতের কাছে প্রায় অতীত। যেটা বিসিসিআই এবং ভারতীয় অধিনায়কের কাছে লজ্জার এবং চিন্তার। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বেশি সময় নেই।
এখনও নাকি নিজেদের প্রথম ১১ বেছে নিতে পারল না ভারত। সানি মনে করেন অধিনায়ক রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় অল্প সময়ের মধ্যে যদি নিজেদের প্রথম দল কি হতে চলেছে সেটা ঠিক করতে না পারেন, তাহলে বিশ্বকাপেও ভারতের ফল ভুগতে হবে। যথেষ্ট সময় পাওয়া গিয়েছে এতদিনে পরীক্ষা-নিরীক্ষা করার। এই সময়টা নির্দিষ্ট দল খেলানোর।
advertisement
advertisement
গাভাসকার মনে করেন এই ব্যাপারটা জিম্বাবুয়ে থেকেই করা উচিত ছিল। দু তিনটে জায়গার বেশি পরিবর্তনের দরকার পড়ে না। তাই নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বড় বড় কথা না বলে নিজেদের খেলার দিকে মনোনিবেশ করুক ক্রিকেটাররা।
advertisement
রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ায় যেতে না পারলে তার পরিবর্ত ঘরের মাঠে হতে চলা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ঠিক করে ফেলুক ভারত। আর ক্রিকেটারদের প্রতি তার বিনীত অনুরোধ, যখন দেশের হয়ে খেলছ, তখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে কোনও জিনিস হয় না।
দেশের জন্য খেলা গর্বের। কোটি কোটি মানুষের দেশে মাত্র কয়েকজন সুযোগ পায় দেশের হয়ে খেলার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের সামনে পাকিস্তান। এই ফরম্যাটে পাকিস্তান কতটা বিপদজনক হতে পারে মনে করিয়ে দিয়েছেন গাভাসকার। এশিয়া কাপ ভুলে গিয়ে এবার অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো সিরিজ নিজেদের সেরা ক্রিকেট খেলার দিকে ফোকাস করুক ভারত, এটাই চান সানি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2022 2:00 PM IST