আরও পড়ুন - Siraj on IPL : বোলিং ছেড়ে বাবার সঙ্গে অটো চালাও, মানুষের অপমান আজও ভোলেননি সিরাজ!
দলের চোট-আঘাত চিন্তায় রেখেছে ফেরান্দোকে। চোটের কারণে স্ট্রাইকার রয় কৃষ্ণ মঙ্গলবারের ম্যাচেও অনিশ্চিত। ডেভিড উইলিয়ামসেও পুরো ফিট নন। বড় ম্যাচের নায়ক কিয়ান নাসিরিকে আগলে রাখছেন কোচ ফেরান্দো। মোহনবাগান কোচের কথায়, প্রয়োজন অনুযায়ী কিয়ানের মতো প্রতিভাবান ফুটবলারকে ব্যবহার করতে হবে। প্রতিপক্ষকে সমীহ করছেন হায়দরাবাদ এফসি মানোলো মার্কুয়েজ।
advertisement
তাঁর কথায়, এটিকে মোহন বাগান শক্তিশালী দল। একাধিক ম্যাচ উইনার রয়েছে ওদের। তবে জয়ের ধারাবাহিকতাই ধরে রাখাই আমাদের প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞদের ধারণা, মোহনবাগান মাঝমাঠে ব্লকিংটাই ঠিকমতো হচ্ছে না। ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংরি, কার্ল ম্যাকহ্যাগ ছন্দে নেই। মঙ্গলবার হয়তো প্রথম একাদশে শুরু করতে পারেন লেনি রডরিগস। রাইট ব্যাকে আশুতোষ মেহতার জায়গায় খেলার সম্ভাবনা প্রবীর দাসের।
সিনিয়র ডিফেন্ডার প্রীতম কোটাল প্রত্যাশা পূরণে ব্যর্থ। সবুজ-মেরুনের বাঁদিক সচল রাখতে চেষ্টার কসুর করছেন না লিস্টন কোলাসো। তবে ডানদিক দিয়ে তেমন আক্রমণ তৈরি হচ্ছে না। কারণ, মনবীর সিংয়ের অফ ফর্ম। সোমবার অনুশীলনে প্রান্তিক আক্রমণের দিকে বিশেষ নজর দিয়েছেন ফেরান্দো। জয়ের হ্যাটট্রিক করা হায়দরাবাদের শক্তিশালী ডিফেন্স ভাঙতে এটাই সেরা কৌশল।
প্রথম লেগে হায়দরাবাদের বিরুদ্ধে ২-২ গোলে খেলা শেষ করেছিল এটিকে মোহন বাগান। সেই ম্যাচেও সবুজ-মেরুন জালে বল জড়িয়েছিলেন ওগবেচে। স্প্যানিশ কোচের কথায়, নাইজেরিয়ান স্ট্রাইকারটির পাশাপাশি বাকি অ্যাটারকারদেরও আটকাতে হবে। ডিফেন্ডারদের বাড়তি সতর্ক থাকতে বলেছি।
প্রথম লেগের ম্যাচ ধরে পরিকল্পনা করলে ভুল হবে। দু’টি দলেরই অনেক পরিবর্তন হয়েছে। তবে আমরা প্রেসিং ফুটবল মেলে ধরতে তৈরি। তারপর পরিস্থিতি অনুযায়ী প্ল্যান বদলাতে পারে। জানা গিয়েছে, ওগবেচেকে রোখার প্রধান দায়িত্ব থাকবে তিরির উপর। ১৮ জনের থাকতে পারেন সন্দেশ ঝিংগান।