কিন্তু পরের তিনটি ম্যাচের মধ্যে দু’টিতেই পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন ব্রিগেড। মুম্বই সিটি এফসি’র কাছে পাঁচ গোল হজম করতে হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাস-ব্রিগেডকে। ফিরতি লেগে অবশ্য সেই ঘটনা ঘটতে দিতে নারাজ এটিকে মোহন বাগানের বতর্মান কোচ হুয়ান ফেরান্দো। আজ তাঁর লক্ষ্য তিন পয়েন্টই। আইএসএলে নাম লেখানোর পর থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি এটিকে মোহন বাগান।
advertisement
চারবারের সাক্ষাতে প্রতিবারই শেষ হাসি হেসেছে গতবারের চ্যাম্পিয়নরা। শেষবার এটিকে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। তবে সম্প্রতি কাঙ্ক্ষিত ছন্দে নেই দেস বাকিংহামের দল। গত পাঁচটি ম্যাচে জয় অধরা তাদের। তাই বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী রয় কৃষ্ণদের কোচ। ডার্বিতে হ্যাটট্রিক করে সমর্থকদের কাছে পোস্টার বয় হয়ে উঠেছেন কিয়ান নাসিরি।
তবে দলে নিয়মিত সুযোগ পেতে হলে তরুণ ফুটবলারটিকে আরও পরিশ্রম করতে হবে বলেই জানান কোচ ফেরান্দো। পাশাপাশি প্রথম একাদশে জায়গা ধরে রাখার জন্য মনবীর সিংকে আরও ধারাবাহিক হতে হবে বলে ধারণা তাঁর। চোট সারিয়ে জনি কাউকো অনুশীলনে ফিরলেও বৃহস্পতিবার তাঁর খেলার সম্ভাবনা কম। পাশাপাশি রয় কৃষ্ণকে নিয়েও বিন্দুমাত্র ঝুঁকি নিয়ে নারাজ ফেরান্দো। ফিজির তারকাকে রিজার্ভ বেঞ্চে রাখা হতে পারে। প্রয়োজন বুঝে ব্যবহার করা হবে।
তবে পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন সন্দেশ ঝিংগান। ক্রোয়েশিয়া থেকে ফিরে এসে ট্রেনিং করে ফিটনেস বাড়িয়ে এখন অনেকটাই খেলার মতো জায়গায় ফিরে এসেছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। তবে মুম্বইয়ের সেনেগালের ডিফেন্ডার ফল সেট পিস থেকে গোল করতে ওস্তাদ। ব্রাজিলের ক্যাসিও দুরন্ত ফুটবলার। এই দুজনকে আলাদা নজর দিতে হবে মানছেন কোচ হুয়ান।
তবে পাশাপাশি মুম্বইকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে প্রথম চারে ফিরে আসা লক্ষ্য এটিকে মোহনবাগানের। বিগত কয়েকটা ম্যাচে মুম্বইয়ের দুর্বলতা গুলো লক্ষ্য করেছেন হুয়ান। সেই মতো প্র্যাকটিসে দলকে তৈরি করেছেন গোল তুলে নেওয়ার লক্ষ্যে। বিশেষ করে উইং প্লের ওপর আজ আলাদা জোর দিতে দেখা যেতে পারে সবুজ মেরুনকে।