গ্যালারিতে মোহন বাগান সমর্থকরা একে অপরকে আবির মাখাতেই ব্যস্ত। দু’বছর পরে ফের আইএসএল ফাইনালে উঠল পালতোলা নৌকা। সোমবারের রাতে তো তাই এই ছবি প্রত্যাশিত। গোলের নীচে আরও একবার দলকে ভরসা জোগালেন বিশাল কেইথ। ম্যাচ শেষে বাগানের দুর্গপ্রহরী জানান, টাই-ব্রেকারের আগে গোলরক্ষক কোচের সঙ্গে আলোচনা করি।
বিপক্ষের কোন ফুটবলার কোনদিকে শট নিতে পারে তা বুঝে নেওয়াই ছিল আমার কাজ। সমর্থকদের সামনে সেরা পারফরম্যান্স মেলে ধরতে পেরেছি। তবে কাজ এখনও শেষ হয়নি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এই এই সাফল্য আমার একার নয়, গোটা দলের। উল্লেখ্য, চলতি মরশুমে ১২টি ম্যাচ দুর্গ অটুট রেখে গুরপ্রীত সিং সান্ধুকে (১১) পিছনে ফেললেন বিশাল।
কোচ ফেরান্দো জানান, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ছিলাম। পেনাল্টি শ্যুট-আউটের আগে ছেলেদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি। জানতাম, বিশাল কিছু একটা করবে। ফাইনালে পৌঁছনোর জন্য মোহন বাগানকে কৃতিত্ব দিলেন হায়দরাবাদ কোচ মানোলো মার্কুয়েজ। তিনি বলেন, যোগ্য দল হিসেবেই ওরা ফাইনালে পৌঁছেছে। শনিবার উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি।
বিশাল জানিয়েছেন সমর্থকদের দেওয়া মোহনবাগানের মার্টিনেজ নামটা উপভোগ করছেন তিনি। কেউ আবার তাকে ফ্লায়িং কাইট ( উড়ন্ত ঘুড়ি) সঙ্গে তুলনা করেছেন। এত ভালবাসা এর আগে পাননি। তাই শনিবার আইএসএল ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া শিমলার ছেলে।