TRENDING:

ATK Mohun Bagan Joni Kauko : পাঁচ গোল হতে পারত, ডার্বির সেরা হয়েও আক্ষেপ মোহনবাগানের জনির

Last Updated:

ATK Mohun Bagan Joni Kauko man of the match award in Kolkata Derby.ফিনল্যান্ডের জনি আজ নিয়ন্ত্রণ করলেন সবুজ মেরুন মিডফিল্ড। আক্রমণ এবং ডিফেন্সের যোগসূত্রের কাজ করলেন নিপুণভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়া: ম্যাচের সেরা নির্বাচিত হলেন মোহনবাগানের জনি কাউকো (Joni Kauko)। বিশাল চেহারার স্ক্যান্ডিনেভিয়ান ফুটবলারটি যে মোহনবাগানকে সার্ভিস দেবেন সেটা প্রমাণ করেছেন। ইউরো কাপে (Euro Cup) সামনে থেকে ডেনমার্কের তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনকে সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখেছিলেন। আজও চোখ বন্ধ করলে সেই দৃশ্য ভেসে ওঠে। যখন সাধারন জনতা অস্থির হয়ে উঠছে ডেনমার্ক তারকা'র আচমকা হূদরোগে মাঠে পড়ে যাওয়া দেখে, তখন কয়েকফুট দূরত্বে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন তিনি।
গোল না পেলেও মোহনবাগানের মিডফিল্ড নিয়ন্ত্রণ করলেন জনি
গোল না পেলেও মোহনবাগানের মিডফিল্ড নিয়ন্ত্রণ করলেন জনি
advertisement

আরও পড়ুন - ATK Mohun Bagan beat SC East Bengal : ১১ মিনিটের সবুজ মেরুন ঝড়, ইস্টবেঙ্গলকে উড়িয়ে ডার্বিতে বাজিমাত কৃষ্ণদের

প্রার্থনা করেছিলেন এরিকসেনের সুস্থ হয়ে ওঠার। সেই ফিনল্যান্ডের জনি আজ নিয়ন্ত্রণ করলেন সবুজ মেরুন মিডফিল্ড। আক্রমণ এবং ডিফেন্সের যোগসূত্রের কাজ করলেন নিপুণভাবে। লাল হলুদ মাঝমাঠকে যেমন দ্বিতীয় বল ধরতে দিলেন না, তেমনই নিজেদের আক্রমণ করার সময় কখনও ডিফেন্স চেরা থ্রু বাড়ালেন, কখনও নিজেই পৌঁছে গেলেন গোলের কাছে। ম্যাচের সেরা হয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত জনি।

advertisement

আরও পড়ুন - Ind vs Nz 1st Test kanpur: '১০ টাকার পেপসি, আইয়ার ভাই সেক্সি', কানপুরে কান ফাটানো চিত্কার

জানিয়ে দিলেন ভারতের বিশেষ করে গোয়ার গরমের সঙ্গে মানিয়ে নিয়েছেন। পরবর্তী ম্যাচে আরও ভাল খেলবেন। গোল করতে না পারলেও আক্ষেপ নেই। দ্বিতীয় গোলটার এসিস্ট তাঁর। ইস্টবেঙ্গল ডিফেন্সকে দাঁড় করিয়ে রেখে মনবীরকে (Manvir Singh) যে বলটা বাড়িয়েছিলেন, তার দাম মূল্যায়ন করা অসম্ভব। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ হাবাস ম্যাচ শেষে জানালেন তিন গোলের ব্যবধান হয়তো বাড়তে পারত। কিন্তু তার কাছে প্রধান লক্ষ্য ছিল গোল হজম না করা। সেই লক্ষ্যে তিনি সফল।

advertisement

ডিফেন্সের দুই স্তম্ভ সন্দেশ এবং তিরি নেই। শুভাশিস, প্রীতম, শেষের দিকে প্রবীরদের মত বঙ্গসন্তানদের লড়াইয়ে মুগ্ধ স্প্যানিশ কোচ। অন্যদিকে লাল-হলুদ শিবিরে শুধুই হতাশা। সবুজ মেরুন ডিফেন্সের আইরিশ কার্ল ম্যাক হিউকে নিয়ে ততটা চর্চা হয় না, যতটা হয় রয় কৃষ্ণ (Roy Krishna), ডেভিড উইলিয়ামসদের নিয়ে। হাবাস (Antonio Lopez Habas) অবশ্য বরাবর আস্থা রেখে আসেন এই ফুটবলারটির ওপর। ডার্বিতে আবার নিজের যোগ্যতা প্রমাণ করলেন কার্ল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ড্যানিয়েল চিমাকে এদিন প্রথম ধরে রাখেননি ইস্টবেঙ্গল ম্যানেজার ডিয়াজ। মনে হয়েছিল দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়ে জবাব দেবেন নাইজেরিয়ান তারকা। কিন্তু আজও ব্যর্থ বলা চলে তাকে। এমনকি জামশেদপুর ম্যাচে দুর্দান্ত খেলা পেরসিভিচকেও এদিন ভয়ঙ্কর মনে হয়নি। জনি সব করলেন। গোলটা করতে পারলেন না। যে ফুটবল মোহনবাগান খেলেছে তাতে আজ পাঁচ গোল দিলেও অবাক হওয়ার কিছু থাকত না। শেষদিকে ডেভিড উইলিয়ামস সহজ সুযোগ না হারালে নতুন ইতিহাস স্পর্শ করতে পারত সবুজ মেরুন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan Joni Kauko : পাঁচ গোল হতে পারত, ডার্বির সেরা হয়েও আক্ষেপ মোহনবাগানের জনির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল