এটিকে মোহনবাগান -০
হায়দরাবাদ: শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে কলকাতায় সহজ জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। আজ তাদের কঠিন পরীক্ষা ছিল হায়দারাবাদ এফসির বিরুদ্ধে। অন্য পাঁচটা ম্যাচের মত নয়। আজ ছিল আইএসএলএর প্রথম লেগের সেমিফাইনাল। টুর্নামেন্টের অন্যতম সেরা দল হায়দ্রাবাদ এর আগে মোহনবাগানকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল এক গোলে।
গোল করেছিলেন ওগবেচে। কিন্তু আজ টেকনিক্যালি এটিকে মোহনবাগানের পক্ষে প্রাথমিক লক্ষ্য ছিল না হেরে ফেরা। জিতলে সেটা হত বোনাস। কারণ দ্বিতীয় লেগে কলকাতায় আক্রমণাত্মক ফুটবল খেলার সুযোগ থাকবে সবুজ মেরুন ব্রিগেডের কাছে। তাই আজ তারা ডিফেন্স শক্ত রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে সেটাই হয়তো স্বাভাবিক ছিল।
advertisement
ম্যাচের প্রথম থেকে অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণ খেলা জমে উঠল। হায়দারাবাদ দলের কিয়ানেসের হেড বাঁচিয়ে দিলেন বিশাল কাইত। আবার সহজ সুযোগ মিস করলেন প্রীতম কোটাল। লিস্টন সুযোগ পেয়ে হারালেন। হুগো সেভাবে কিছু করতে পারেননি। মনবীর উদ্দেশ্যহীন দৌড়াদৌড়ি করলেন। শুভাশিস, স্লাভকো চেষ্টা করে গেলেন ডিফেন্স যতটা শক্ত রাখা যায়।
শেষ দিকে হায়দারাবাদ নামিয়েছিল তাদের নাইজেরিয়ান তারকা ওগবেচেকে। মোহনবাগান নিয়ে আসে উরুগুয়ের তারকা গায়েগোকে। তিনি আক্রমণ কম, লিঙ্ক করার কাজ বেশি করে গেলেন। হায়দ্রাবাদ তাদের গতি কাজে লাগাল। দুটো উইং দিয়ে সেন্টার করল। কিন্তু সেভাবে কিছু রং বদলে দেওয়ার মত করতে পারল না। কার্ল ম্যাক হিউ শেষ দিকে মাথায় চোট পেলেন।
তবে সেটা কাটিয়ে উঠলেন। এদিন এক কথায় বলতে গেলে অঙ্ক কষে ম্যাচটা খেলল মোহনবাগান। তিন পয়েন্ট না পেলেও ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারা খারাপ নয়। এদিন আশিক ছিলেন না মোহনবাগানে। তার গতি মিস করছিল সবুজ মেরুন। তবে কলকাতায় ১৩ তারিখে হায়দ্রাবাদকে হারাতে গেলে অনেক পজিটিভ ফুটবল খেলতে হবে মোহনবাগানকে।
আজ দুর্দান্ত ডিফেন্সিভ পারফরম্যান্স করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হলেন বাগান ডিফেন্ডার স্লাভকো। হুয়ান ফেরান্ডো জানিয়েছেন ছেলেদের খেলায় তিনি খুশি। এভাবেই খেলতে চেয়েছিলেন। তিনদিন পর কলকাতায় নিজেদের সেরা ফুটবল উপহার দিতে চান বাগানের স্প্যানিশ কোচ।