নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (পূর্বে ট্যুইটার) অ্যাকাউন্টে সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”এশিয়ান গেমসে বাংলা ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! মহিলাদের টেবিল টেনিস ডাবলসে অবিশ্বাস্য জয়ের জন্য সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়কে অভিনন্দন৷ আপনাদের অসাধারণ কৃতিত্বে বাংলা আনন্দে উদ্ভাসিত। এভাবেই এগিয়ে যাও। ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা।”
advertisement
প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিল চিনের চেন মেং-ওয়াং ইদি জুটি। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা ও বিশ্ব চ্যাম্পিয়ন জুটির বিরুদ্ধে লড়াই অনেকটা কঠিন হবে বলে মনে করেছিল অনেকেই। কিন্তু চিনা জুটিকে হালায় হারিয়ে দেন দুই বঙ্গ তনয়া। ম্যাচ শুরু থেকেই সুতীর্থা ও ঐহিকার সামনে দাঁড়াতে পারেনি চিনা জুটি। ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ ব্যবধানে জিতে পদক নিশ্চিৎ করেন বাংলার মেয়েরা।