সেমি ফাইনাল থেকে বিদায় নিলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন দুই বঙ্গ তনয়া। কারণ এশিয়ান গেমের ইতিহাসে টেবিল টেনিসের মহিলা ডাবলসে প্রথম পদক জয়ের স্বাদ পেল ভারত। একইসঙ্গে টেবিল টেনিসের সব বিভাগেই যেখানে একের পর এক ভারতীয় খেলোয়ারদের লড়াই করে ব্যর্থতাসও হতাশাই সাঙ্গ হচ্ছিল। সেখানে সুতীর্থা ও ঐহিকা ‘মুখোপাধ্যায়’ এবারের এশিয়ান গেমসে টেবিল টেনিসে দেশকে প্রথম পদক এনে দিলেন।
advertisement
আরও পড়ুনঃ ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কে? প্রথম পাঁচের তালিকায় রয়েছে চমক
এদিন সেমি ফাইনালে উত্তর কোরিয়া জুটির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন সুতীর্থা ও ঐহিকা। প্রথম গেম ১১-৭ পয়েন্টে জেতে ভারতীয় জুটি। দ্বিতীয় সেটে ১১-৮ ব্যবধানে লড়াই করেও হারতে সুতীর্থা ও ঐহিকাকে। তৃতীয় গেম আবার ১১-৮ ব্যবদানে দুই বাংলার মেয়ে। এরপর টানা দুটি গেম ১১-৮ ও ৭-১১ ব্যবধানে জিতে নেয় উত্তর কোরিয়া। ষষ্ঠ গেমে ফের কামব্যাক করে ১১-৫ ব্যবধানে জেতে ভারত। কিন্তু শেষ গেম ১১-২ ব্যবদানে সহজেই জিতে নেয় উত্তর কোরিয়া। দুই বঙ্গ তনয়ার ব্রোঞ্জ জয়ে গর্বিত বাংলা তথা গোটা দেশ।