মহম্মদ খলিল মারান। ২২ বছর বয়স। সৌদি ক্লাব আল নাসের-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একসময়ের সতীর্থ। এশিয়ান গেমসে শেষ ষোলোর ম্যাচে ইগর স্টিমাচের দলের বড় কাঁটা খলিল মারান। এ’বারের এশিয়ান গেমসে ভিয়েতনাম ও মঙ্গোলিয়ার বিরুদ্ধে গোল রয়েছে খলিলের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ খলিল মারান নিজের দিনে একাই বদলে দিতে পারেন ম্যাচের স্কোরলাইন। ইগর স্টিমাচকে তাই আলাদা করে ভাবতেই হবে রোনাল্ডোর সতীর্থ সৌদির ষোলো নম্বরিকে নিয়ে!
advertisement
আরও পড়ুন– ফেরান্দো-সাইমন দ্বৈরথ, বুধ সন্ধ্যায় যুবভারতীতে মোহনবাগান বনাম বেঙ্গালুরু
শুধুই কি খলিল? নজর রাখতে হবে সৌদির সতেরো নম্বর জার্সির দিকেও। দুরন্ত গতি! ক্লাব ফুটবলে আল আহলিতে খেলেন ২২ বছর বয়সী আসিরি! ২০২২ কাতার বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে জয়ী দলে ছিলেন এই সৌদি উইঙ্গার। পরিবর্ত হিসেবে মাঠে এসেছিলেন আর্জেন্টিনা বিরুদ্ধে। অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপে সৌদির চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও অবদান ছিল হাইথাম আসিরির। সম্মানজনক ভাবে ম্যাচ শেষ করতে হলে মেসি, দি মারিয়াদের বিশ্বকাপের মঞ্চে হারিয়ে দেওয়া আসিরির দিকে নজর রাখতে হবে ইগরের দলের সন্দেশ , রাহুল কেপিদের।
আরও পড়ুন-১৭ ফুট লম্বা অজগর গিলে ফেলল আস্ত একটি কুকুরছানা ! দেখুন ভাইরাল ভিডিও
সৌদির রক্ষণও ঠাস বুনোট। কাঁটা সেখানেও রয়েছে। নাইফ মাসুদ। রক্ষণের পাশাপাশি খেলতে পারেন মাঝমাঠেও। সৌদি গোলের লকগেট খুলতে হলে সুনীল, মিরান্ডাদের ভাঙতে হবে নাইফকে। জমাট রক্ষণের পাশাপাশি গোল করতেও পারদর্শী নাইফ। এবারের এশিয়ান গেমসে গ্রুপ পর্যায়ে গোল রয়েছে নাইফের।
এশিয়ান গেমসে শেষ ষোলোয় লড়াইটা তাই সহজ নয় সুনীল ছেত্রীদের। কোচ ইগর স্টিমাচ ভাঙবেন তবু মচকাবেন না। সামনে ফিফা ক্রমপর্যায়ে ৫৭ নম্বরে থাকা সৌদির বিরুদ্ধে মাঠে নামার আগে বলছেন,এখনও ‘‘অনেক কিছু দেখার বাকি।’’ সৌদির বিরুদ্ধে ভারতের সব থেকে বড় বাজি ইগরের মগজাস্ত্র।