এদিন পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াইটা ছিল দুই ভারতীয়র। সোনা ও রুপো দুই নিশ্চিৎ থাকলেও ওজাস ও অভিষেকের মধ্যে কে সোনা আর কে রুপো জেতে সেটাই ছিল দেখার। ফাইনালের দুই ভারতীয় কিন্তু একে অপরকে ছেড়ে কথা বলেননি। হাড্ডাহাড্ডি লড়াই হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত সোনা জেতেন ওজাস দেওতালে ও রুপো জেতেন অভিষেক বর্মা। ফাইনালের খেলার ফল ১৪৯-১৪৭।
advertisement
প্রসঙ্গত, এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন। একশো পদক নিশ্চিৎ করার পাশাপাশি তা আরও কতটা বেশি করা যায় সেটাই শেষ দিনে লক্ষ্য ভারতীয় অ্যাথলিটদের। শেষ দিনে কুস্তি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, কবাডি সহ একাধিক ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। আর দিনের শুরুতে তিরন্দাজি থেকে ২ সোনা ও ১ রুপো ১ ব্রোঞ্জ জিতে দুরন্তভাবে করল ভারত। ১০০ পদক থেকে বাকি মাত্র আর ১।