এদিন ফাইনালে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে যে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে ভারতীয় দলকে তা আগে থেকেই বোঝা গিয়েছিল। দুই দলই ফাইনালে তাদের সেরাটা উজার করে দেয়। ম্যাচের শুরুটা ভাল করেছিল ভারত। তারপর প্রতিপক্ষ দল কামব্যাক করে। প্রথমার্ধে ভারতের লিড ছিল ১৪-৯। দ্বিতীয়ার্ধে আরও হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নিজেদের নার্ভ ধরে রেখে শেষ পর্যন্ত ১ পয়েন্টের ব্যবধানে রুদ্ধশ্নাস ফাইনাল জিতে সোনা নিশ্চিৎ করে ভারতীয় মহিলা কবাডি দল।
advertisement
শনিবার দিন সকাল সকাল তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো দুই জেতে ভারত। অপরদিকে, তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও ব্রোঞ্জ আসে ভারতের ঝুলিতে। মেডেল ট্যালিতে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়ায় ৯৯। ১০০ পদক জয় নিশ্চিৎ শুক্রবারই হয়ে গিয়েছিল। এদিন তা খাতায়-কলমে করার দায়িত্বটা গিয়ে পড়ে ভারতীয় মহিলা কবাডি দলের উপর। আর সেটা সোনা দিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের প্রথম ১০০ পদক জয় স্মরণীয় করে রাখল মহিলা কবাডি দল।