চিনের বিরুদ্ধে ম্যাচের ফলই বলে দিচ্ছে গোটা খেলায় ভারতীয় সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশের খুব একটা সুযোগ পাননি। কিন্তু ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে শোধ করার পর ভারতীয় ফ্যানেদের মধ্যে উচ্ছ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। ম্যাচের ১৭ মিনিটে গোল করে চিন এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুরন্ত গোল করে তা শোধ করেন রাহুল কেপি। সেই সময় স্টেডিয়ামে ভারতের জার্সি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায় জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
advertisement
এরপরই শুরু হয় বিতর্ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েক মুহূর্ত ওই ভারতীয় সমর্থক উচ্ছ্বাস প্রকাশ পরই স্টেডিয়ামের এক স্বেচ্ছাসেবক এসে তাকে থামিয়ে দেন। একইসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ বন্ধ করে বসে যেতে বলেন। ম্যাচ চলাকালীন ক্যামেরারও এই দৃশ্য এড়ায়নি। কিন্তু ভারতীয় ফ্যানও অটুট ছিল। ওই স্বেচ্ছাসেবকের কথায় কোনও রকম পাত্তা না দিয়েই জাতীয় পতাকা ওড়াতে থাকেন। যা দেখে চিনা সমর্থকরা কিছুটা অবাক হন।
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
এই ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। ভারতীয় নেটজেনরা নানা রকম মন্তব্য করতে শুরু করেন ভারতীয় ফ্যানকে বাধা দেওয়ার বিষয়ে। কিন্তু চিনা স্বেচ্ছাসেবকের বাধা এড়িয়ে যেভাবে ওই সমর্থক ভারতের পতাকা উড়িয়েছেন তাকেও কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা।