TRENDING:

IND vs UAE: এশিয়া কাপে ৩ স্পিনার নিয়ে নামবে ভারত? কোপ পড়বে পেস বিভাগে? বড় আপডেট দিলেন বোলিং কোচ

Last Updated:

Asia Cup 2025, IND vs UAE: এশিয়া কাপের প্রথম ম্যাচ ঘিরে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ নিয়ে জল্পনার শেষ নেই। দলের বোলিং কোচ মর্নে মর্কেল জানিয়েছেন, এই টুর্নামেন্টের জন্য দুবাইয়ের পিচগুলো আগের মতো নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: এশিয়া কাপের প্রথম ম্যাচ ঘিরে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ নিয়ে জল্পনার শেষ নেই। দলের বোলিং কোচ মর্নে মর্কেল জানিয়েছেন, এই টুর্নামেন্টের জন্য দুবাইয়ের পিচগুলো আগের মতো নয়। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেখানে পিচগুলো ছিল রুক্ষ ও ব্যবহৃত, এবার সেখানে তাজা ঘাসে ঢাকা সবুজ উইকেট দেখা যাবে। ফলে স্পিনারদের জন্য পরিস্থিতি অতটা সহায়ক নাও হতে পারে। তাই প্রথম ম্যাচে ভারত পুরোপুরি স্পিন নির্ভর হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন।
News18
News18
advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত চারজন স্পিনারকে খেলিয়েছিল— কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। তবে এবার জাদেজা দলে নেই, কারণ টি২০ বিশ্বকাপ জয়ের পর তিনি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বাকি তিনজনই স্কোয়াডে আছেন এবং তাঁদের মধ্যে কুলদীপ যাদবকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা বেশি বলে ইঙ্গিত দিয়েছেন কোচ।

advertisement

মর্নে মর্কেল বলেছেন, “দুবাইয়ের পিচের চরিত্র এখন অনেকটাই আলাদা। এখন এখানে অনেক ঘাস দেখা যাচ্ছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে ফাইনাল সিদ্ধান্ত ম্যাচের দিন উইকেট দেখে নেওয়া হবে।” অর্থাৎ ভারতের বোলিং আক্রমণ পেস নির্ভর নাকি স্পিন নির্ভর হবে, সেটা নির্ভর করছে পিচের শেষ মুহূর্তের রিপোর্টের ওপর।

advertisement

কুলদীপ যাদবের ফর্ম নিয়েও আশাবাদী মর্কেল। তিনি বলেন, “ইংল্যান্ড সফরে ও খুব বেশি খেলার সুযোগ পায়নি। কিন্তু তার পর থেকেই ওর মনোভাব বদলেছে। এখানে প্রচুর ওভার বল করেছে, নিজেকে প্রস্তুত রেখেছে। ও জানে কীভাবে সাদা বলের ক্রিকেটে নিজেকে তৈরি রাখতে হয়।”

আরও পড়ুননঃ IND vs UAE: ভারতীয় দল ব্যস্ত অনুশীলনে, একাকী গাছের নীচে বসে সঞ্জু স্যামসন! কারণটা কী?

advertisement

সব মিলিয়ে, ভারতের প্রথম একাদশে কারা থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে কুলদীপ যাদবের মতো ম্যাচ-জেতানো স্পিনারকে দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। একইসঙ্গে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর মধ্যে কাওকে বাদ দেওয়া কঠিন কাজ। পিচের চরিত্র অনুযায়ী পেস ও স্পিনের সঠিক মিশ্রণেই দল নামবে— এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতের বোলিং কোচ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs UAE: এশিয়া কাপে ৩ স্পিনার নিয়ে নামবে ভারত? কোপ পড়বে পেস বিভাগে? বড় আপডেট দিলেন বোলিং কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল