অন্যদিকে, বাংলাদেশ সুপার-৪ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর লড়াইয়ে ৪ উইকেটে পরাজিত করেছে। বাংলাদেশের হয়ে এই ম্যাচে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় অর্ধশতক করেছেন এবং অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট নিয়েছেন।
টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করতে চাইবে, অন্যদিকে বাংলাদেশও ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে ম্যাচে জয় চাইবে। ভারত বনাম বাংলাদেশ – মুখোমুখি পরিসংখ্যান: টি-২০ ফর্ম্যাটে ভারত ও বাংলাদেশের মধ্যে মুখোমুখি লড়াইয়ে ভারতের আধিপত্য স্পষ্ট। ভারত গত ১০টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জয়ী হয়েছে বাংলাদেশের বিপক্ষে।
advertisement
অন্য ম্যাচগুলির মতো ভারত-বাংলাদেশ এশিয়া কাপের ম্যাচটিও হবে একই সময়ে। অর্থাৎ ভারতীয় সময় রাত ৮টা থেকে। টস সন্ধে ৭.৩০ মিনিটে। ২৪ সেপ্টেম্বর বুধবার টেলিভিশনে ম্যাচটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং হবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে।ডিডি ফ্রি ডিশ শুধুমাত্র সেই ম্যাচগুলো সম্প্রচার করবে যেখানে ভারতীয় দল খেলছে। অর্থাৎ, এশিয়া কাপে ভারতের প্রতিটি ম্যাচ আপনি ডিডি স্পোর্টস চ্যানেলে ফ্রি-তে দেখতে পারবেন।
আরও পড়ুন- ‘তিনটে শব্দ’ পাক ম্যাচের নায়ক অভিষেক শর্মার মুখে, তাতেই গোটা পাকিস্তান চুপ!
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচের ব্রডকাস্টিং রাইটস রয়েছে Sony Sports Network-এর কাছে। DD Sports, DD Free Dish এবং Doordarshan National-এ লাইভ টেলিকাস্ট হবে। ডিডি স্পোর্টস চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার (Live Telecast) করা হবে।
