TRENDING:

Asia Cup 2025: এশিয়া কাপের সূচি প্রকাশ! কবে কবে ভারত-পাকিস্তান ম্যাচ? জেনে নিন

Last Updated:

Asia Cup 2025: অবশেষে সব জল্পনার অবসান। যাবতীয় অনিশ্চয়তাকে দূরে সরিয়ে এশিয়া কাপ ২০২৫-এর সূচি ঘোষণা করে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে সব জল্পনার অবসান। যাবতীয় অনিশ্চয়তাকে দূরে সরিয়ে এশিয়া কাপ ২০২৫-এর সূচি ঘোষণা করে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিবি সভাপতি মহসিন নাকভি শনিবার ঘোষণা করেছেন যে পুরুষদের এশিয়া কাপ ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। মোট ১৯টি ম্যাচ হবে এবারের প্রতিযোগিতায়। টি-২০ ফরম্যাটে হবে প্রতিযোগিতা। প্রতিটি দল ১৭ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে। দুবাই ও আবুধাবিতে হবে প্রতিযোগিতার ম্যাচগুলি।
News18
News18
advertisement

যদিও এই টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। ভারত ও পাকিস্তান বর্তমান রাজনৈতিক উত্তেজনার কারণে ২০২৭ সাল পর্যন্ত শুধু নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হওয়ার পারস্পরিক সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে প্রতিযোগিতা ইউএই-তে অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়া কাপের সূচিতে ভারত ও পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ একই গ্রুপে রয়েছে। ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তানের ‘ক্রিকেট যুদ্ধ’। ২১ সেপ্টেম্বর পরবর্তী রবিবারে সুপার ফোর পর্বে আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের। এছাড়া ফাইনালে দুই দেশে গেলে ফের দেখা হতে পারে। ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর আরব আমিরশাহির বিরুদ্ধে এবং তাদের সব ম্যাচ দুবাইতেই খেলা হবে বলে অনুমান করা হচ্ছে।

advertisement

গ্রুপ A-তে ভারত, পাকিস্তান, ইউএই এবং ওমান রয়েছে। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। এসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, “আমি UAE-তে ACC পুরুষ এশিয়া কাপ ২০২৫-এর তারিখ ঘোষণা করতে পেরে আনন্দিত। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমরা এখানে দারুণ ক্রিকেট দেখার অপেক্ষায় রয়েছি।”

advertisement

আরও পড়ুনঃ Sourav Ganguly: এবার ‘কোচের’ ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়! সামনেই বড় চমক? জেনে নিন বিস্তারিত

ভারতের গ্রুপ পর্বের ম্যাচসূচি:

১০ সেপ্টেম্বর : ভারত বনাম UAE

১৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান

১৯ সেপ্টেম্বর : ভারত বনাম ওমান

সুপার ফোরের সূচি:

২০ সেপ্টেম্বর : B1 বনাম B2

২১ সেপ্টেম্বর : A1 বনাম A2 (ভারত বনাম পাকিস্তান সম্ভাব্য ম্যাচ)

advertisement

২৩ সেপ্টেম্বর : A2 বনাম B1

২৪ সেপ্টেম্বর : A1 বনাম B2

২৫ সেপ্টেম্বর : A2 বনাম B2

২৬ সেপ্টেম্বর : A1 বনাম B1

২৮ সেপ্টেম্বর : ফাইনাল

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: এশিয়া কাপের সূচি প্রকাশ! কবে কবে ভারত-পাকিস্তান ম্যাচ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল