TRENDING:

পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দিলেন জয় শাহ, ভারত যাবে না বাবরদের দেশে

Last Updated:

Asia Cup 2023 will not take place in Pakistan and will be held at neutral venue. পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দিলেন জয় শাহ, ভারত যাবে না বাবরদের দেশে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মঙ্গলবার মুম্বইতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যেমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হল, তেমনই ভারতের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার নিয়েও হয়ে গেল গুরুত্বপূর্ণ ঘোষণা। বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান জয় শাহ পরিষ্কার জানিয়ে দিলেন এই কথা। পাকিস্তানের মাটিতে ২০২৩ এশিয়া কাপ হওয়ার কথা ছিল। এতদিন জানা ছিল ভারত হয়তো খেলতে যাবে।
এই দৃশ্য দেখা যাবে না পাকিস্তানের মাটিতে
এই দৃশ্য দেখা যাবে না পাকিস্তানের মাটিতে
advertisement

আরও পড়ুন - এতদিন দূর থেকে দিতেন হাততালি, এবার মেসি - রোনাল্ডোকে ছাপিয়ে ব্যালন ডি' ওর তিনি

কিন্তু এবার পরিষ্কার হয়ে গেল ভারত যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানের এশিয়া কাপ সরে গিয়ে তাহলে কোথায় হবে? জানা গিয়েছে নিরপেক্ষ জায়গায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ২০০৬ সালে শেষবার পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল রাহুল দ্রাবিদের ভারত। আর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ শেষবার হয়েছিল ভারতের মাটিতে ২০১২ সালে।

advertisement

সেবার ভারতে এসে ভারতকে একদিনের সিরিজে হারিয়ে গিয়েছিল পাকিস্তান। অসাধারণ পারফর্ম করেছিলেন জুনায়েদ খান এবং নাসের জামশেদ। এরপর থেকে দুই চির প্রতিদ্বন্দ্বীর সাক্ষাৎকার হত শুধুমাত্র এশিয়া কাপ অথবা বিশ্বকাপে। একদিনের বিশ্বকাপে ভারতকে হারাতে না পারলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দুবাইতে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।

তারপর শেষ এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমবার ভারত এবং দ্বিতীয়বার পাকিস্তান জয় পায়। এখন দেখার পরের বছর ভারতের মাটিতে হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দল পাঠায় কিনা। কারণ এর আগে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা জানিয়ে দিয়েছিলেন ভারতের পদক্ষেপ দেখেই তারা নিজেদের পদক্ষেপ গ্রহণ করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সাম্প্রতিক সময় দেখা গিয়েছে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব বজায় আছে আগের মতই। কিন্তু বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের ফলে ফের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক অনেকটা তলানিতে ঠেকে গেল তাতে সন্দেহ নেই।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দিলেন জয় শাহ, ভারত যাবে না বাবরদের দেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল