আরও পড়ুন - এতদিন দূর থেকে দিতেন হাততালি, এবার মেসি - রোনাল্ডোকে ছাপিয়ে ব্যালন ডি' ওর তিনি
কিন্তু এবার পরিষ্কার হয়ে গেল ভারত যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানের এশিয়া কাপ সরে গিয়ে তাহলে কোথায় হবে? জানা গিয়েছে নিরপেক্ষ জায়গায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ২০০৬ সালে শেষবার পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল রাহুল দ্রাবিদের ভারত। আর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ শেষবার হয়েছিল ভারতের মাটিতে ২০১২ সালে।
advertisement
সেবার ভারতে এসে ভারতকে একদিনের সিরিজে হারিয়ে গিয়েছিল পাকিস্তান। অসাধারণ পারফর্ম করেছিলেন জুনায়েদ খান এবং নাসের জামশেদ। এরপর থেকে দুই চির প্রতিদ্বন্দ্বীর সাক্ষাৎকার হত শুধুমাত্র এশিয়া কাপ অথবা বিশ্বকাপে। একদিনের বিশ্বকাপে ভারতকে হারাতে না পারলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দুবাইতে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
তারপর শেষ এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমবার ভারত এবং দ্বিতীয়বার পাকিস্তান জয় পায়। এখন দেখার পরের বছর ভারতের মাটিতে হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দল পাঠায় কিনা। কারণ এর আগে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা জানিয়ে দিয়েছিলেন ভারতের পদক্ষেপ দেখেই তারা নিজেদের পদক্ষেপ গ্রহণ করবেন।
সাম্প্রতিক সময় দেখা গিয়েছে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব বজায় আছে আগের মতই। কিন্তু বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের ফলে ফের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক অনেকটা তলানিতে ঠেকে গেল তাতে সন্দেহ নেই।