TRENDING:

Rohit Sharma: মিলে গেল কোহলির কথা, ফের চরম ভুল করলেন রোহিত, অধিনায়কের খিল্লি ওড়াল সতীর্থরা

Last Updated:

Rohit Sharma: একতরফা ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে করে এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর সেলিব্রেশনে মাততে দেখা যায় ক্রিকেটারদের। কিন্তু সফর শেষে দেশে ফেরার সময় এমন এক ভুল করে বসেন অধিনায়ক রোহিত শর্মা যা সচরাচর কোনও ক্রিকেটার করেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বো: ২০১৮ সালের পর ২০২৩। ৫ বছর পর ফের একবার রোহিত শর্মার অধিনায়কত্বে ফের একবার এশিয়া সেরা হয়েছে টিম ইন্ডিয়া। একতরফা ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে করে চ্যাম্পিয়ন হওয়ার পর সেলিব্রেশনে মাততে দেখা যায় ক্রিকেটারদের। কিন্তু সফর শেষে দেশে ফেরার সময় এমন এক ভুল করে বসেন অধিনায়ক রোহিত শর্মা যা সচরাচর কোনও ক্রিকেটার করেন না।
মিলে গেল কোহলির কথা
মিলে গেল কোহলির কথা
advertisement

বিশ্বকাপের আগে আগামি কয়েক দিন ঠাসা ক্রীড়া সূচি রয়েছে ভারতের। ২২ তারিখ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তাই দেরি না করেই রবিবার রাতেই ভারতের ফেরার প্লেন ধরে টিম ইন্ডিয়া। কিন্তু হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে বাসে ওঠার সময় রোহিত শর্মা বুঝতে পারেন তিনি নিজের পাসপোর্ট হোটেলে ফেলে এসেছেন। যেই ভিডিও এখন ভাইরাল।

advertisement

ভিডিওতে দেখা যায় বাসে উঠে বুঝতে পারেন রোহিত শর্মা তিনি পাসপোর্ট ফেলে এসেছেন। রোহিত শর্মাকে রীতিমতো বিব্রত হতে হয় নিজের হাস্যকর ভুলের জন্য। আর এমন ভুলো মনের পরিচয় দেওয়ায় বাসের ভিতরই সতীর্থরা রোহিত শর্মাকে টিপ্পনিও কাটে। অন্যান্য ক্রিকেটারদের হাসাহাসি করতেও দেখা যায়। কেউ বলেন ট্রফি জয়ের আনন্দে বিভোর হয়েই এই ভুল করেছেন রোহিত। শেষে গিয়ে এক সাপোর্ট স্টাফ সেই পাসপোর্ট এনে দেন।

advertisement

advertisement

আরও পড়ুনঃ Mohammed Siraj: এক ম্যাচে ১৫ রেকর্ড, ভাবা যায়! মহম্মদ সিরাজের একারই অধিকাংশ

এর আগে ২০১৭ সালে বিরাট কোহলি বলেছিলেন, রোহিত শর্মার মত জিনিস ভুলে ফেলে আসতে আমি কাওকে দেখিনি। আইপ্যাড, পাসপোর্ট সবকিছু ভুলে আসতে পারে রোহিত। কোহলির সেই কথা কতটা সত্যি সত্যি তা এশিয়া কাপ জয়ের পর দেশে ফেরার সময় রোহিতের পাসপোর্ট ফেলে আসার ঘটনা প্রমাণ করে দিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: মিলে গেল কোহলির কথা, ফের চরম ভুল করলেন রোহিত, অধিনায়কের খিল্লি ওড়াল সতীর্থরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল