বিশ্বকাপের আগে আগামি কয়েক দিন ঠাসা ক্রীড়া সূচি রয়েছে ভারতের। ২২ তারিখ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তাই দেরি না করেই রবিবার রাতেই ভারতের ফেরার প্লেন ধরে টিম ইন্ডিয়া। কিন্তু হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে বাসে ওঠার সময় রোহিত শর্মা বুঝতে পারেন তিনি নিজের পাসপোর্ট হোটেলে ফেলে এসেছেন। যেই ভিডিও এখন ভাইরাল।
advertisement
ভিডিওতে দেখা যায় বাসে উঠে বুঝতে পারেন রোহিত শর্মা তিনি পাসপোর্ট ফেলে এসেছেন। রোহিত শর্মাকে রীতিমতো বিব্রত হতে হয় নিজের হাস্যকর ভুলের জন্য। আর এমন ভুলো মনের পরিচয় দেওয়ায় বাসের ভিতরই সতীর্থরা রোহিত শর্মাকে টিপ্পনিও কাটে। অন্যান্য ক্রিকেটারদের হাসাহাসি করতেও দেখা যায়। কেউ বলেন ট্রফি জয়ের আনন্দে বিভোর হয়েই এই ভুল করেছেন রোহিত। শেষে গিয়ে এক সাপোর্ট স্টাফ সেই পাসপোর্ট এনে দেন।
আরও পড়ুনঃ Mohammed Siraj: এক ম্যাচে ১৫ রেকর্ড, ভাবা যায়! মহম্মদ সিরাজের একারই অধিকাংশ
এর আগে ২০১৭ সালে বিরাট কোহলি বলেছিলেন, রোহিত শর্মার মত জিনিস ভুলে ফেলে আসতে আমি কাওকে দেখিনি। আইপ্যাড, পাসপোর্ট সবকিছু ভুলে আসতে পারে রোহিত। কোহলির সেই কথা কতটা সত্যি সত্যি তা এশিয়া কাপ জয়ের পর দেশে ফেরার সময় রোহিতের পাসপোর্ট ফেলে আসার ঘটনা প্রমাণ করে দিল।
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।